রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

জলঢাকায় নির্মাণ হচ্ছে বঙ্গবন্ধুর ম্যুরাল

| প্রকাশের সময় : ৪ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম


জলঢাকা (নীলফামারী) উপজেলা সংবাদদাতা : নীলফামারীর জলঢাকায় নির্মাণ হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল। উপজেলা শহরের ট্রাফিক মোড় বঙ্গবন্ধু চত্বরে আধুনিক এই ম্যুরাল নির্মাণ ব্যয় বহন করছে জেলা পরিষদ। জলঢাকাবাসীর দীর্ঘদিনের দাবি স্বাধীনতার স্থাপতি বঙ্গবন্ধু মুজিবুর রহমান ম্যুরাল নির্মাণের। এই দাবির প্রতি শ্রদ্ধা জানিয়ে গত বছর থেকে শুরু হয় ম্যুরাল নির্মাণের কাজ। তৎকালীন ইউএনও মুহ.রাশেদুল হক প্রধান ম্যুরাল নির্মাণে গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছেন বলে মনে করেন জলঢাকার জনগণ। একটি পাল তোলা বিশাল আকৃতির নৌকার মাঝখানে বঙ্গবন্ধুর ম্যুরাল ইতিমধ্যেই দৃষ্টি আকর্ষণ করেছে উপজেলাবাসীর। প্রতিদিনেই দূর দুরান্ত থেকে দর্শনার্থীরা ভীড় জমাচ্ছে দৃষ্টিনন্দন এই ম্যুরাল দেখতে। ম্যুরাল নির্মানের ৯০ ভাগ কাজ ইতিমধ্যে সমাপ্ত হয়েছে। চলছে সৌন্দর্য বর্ধনের কাজ। সবকিছু ঠিকঠাক থাকলে এ মাসেই উদ্বোধন হবে বঙ্গবন্ধুর এই ম্যুরাল।
নীলফামারী জেলা পরিষদ সুত্রে জানা যায়, ম্যুরালটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে ২৯ লাখ টাকা। নীলফামারীর ঠিকাদারী প্রতিষ্ঠান মমতা এন্টারপ্রাইজ ম্যুরাল নির্মাণে কাজ করছে। ডিজাইনের কাজ করছে শাওন সাগর নামে আরো একটি প্রতিষ্ঠান। এই নির্মানের দায়িত্বে থাকা উপ-সহকারী প্রকৌশলী রবিউল ইসলাম বলেন, নির্মান কাজ শেষ হলে এলাকাটি সৌন্দর্য্যরে নগরী হিসাবে স্থান পাবে জলঢাকা। জলঢাকা উপজেলা ঘাতক দালাল নির্মুল কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল গাফফার বলেন, নতুন প্রজন্মকে ইতিহাস সমৃদ্ধে এগিয়ে নিতে সহায়ক ভুমিকা রাখবে বঙ্গবন্ধুর এই ম্যুরাল। জেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন বলেন, জেলা পরিষদ চেয়ারম্যান হিসাবে দায়িত্বভার গ্রহণ করার পর মুক্তিযুদ্ধের ইতিহাস পুরো জেলায় ছড়িয়ে দিতে কাজ করছে আমাদের জেলা পরিষদ। নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানাতে জেলার প্রতিটি উপজেলায় এরকম বঙ্গবন্ধুর ম্যুরালসহ স্বাধীনতার ভাষ্কার্য আরো নির্মান করা হবে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন