ঝিনাইদহে আবারো পুলিশ অভিযান শুরু হয়েছে। নাশকতা, সন্ত্রাস ও মাদক বিরোধী বিশেষ অভিযানে ৪ জন বিএনপিসহ জামায়াত ও শিবির নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলা থেকে গ্রেফতার করা হয়েছে ৭৪ জনকে। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজাবাহার আলী শেখ জানান, সপ্তাহ ব্যাপী ঝিনাইদহে নাশকতা, সন্ত্রাস ও মাদক বিরোধী বিশেষ অভিযান চালানো হচ্ছে। এরই অংশ হিসেবে মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে সদর উপজেলা থেকে ৩৫ জন, শৈলকূপা থেকে ১৩ জন, হরিণাকুন্ডু থেকে দুই বিএনপি নেতাকর্মীসহ ৮ জন কালীগঞ্জ থেকে ৮ জন এবং কোটচাঁদপুর ও মহেশপুর থেকে ২ জামায়াত-শিবিরসহ ১০ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের নামে নাশকতাসহ বিভিন্ন মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ সময় পুলিশ ১৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন