চাঁদপুর শহরের শহীদ মুক্তিযোদ্ধা সড়কে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় থেকে ১৭ জুয়াড়িকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় জুয়ারি পালবাজারের কসাই আকবর হোসেন(৪২)পুলিশের হাত থেকে রক্ষায় ভবনের ৪র্থ তলার ছাদ থেকে লাফিয়ে পড়ে হাত, পা ও কোমর ভেঙ্গে মারাত্মকভাবে আহত হয়। তাৎক্ষনিক তাকে চাঁদপুর সরকারি হাসপাতালে ভর্তি করার পর কর্তব্যরত চিকিৎসক রাতেই গুরুতর আহতাবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে।
বৃহস্পতিবার (৫ এপ্রিল) দুপুর দেড়টায় আটকদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে বুধবার (৪ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) গোপন সংবাদের ভিত্তিতে মুক্তিযোদ্ধা সংসদের হলরুমসহ বিভিন্ন রুম থেকে ‘ওয়ান টেন’ নামক জুয়া খেলা অবস্থায় তাদের আটক করেন। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা উদ্ধার করা হয়।
মুক্তিযোদ্ধা সংসদ এলাকার ব্যবসায়ীরা জানান, আটককৃতদের মধ্যে দুলাল হোসেন, মো. সোহেল, বিল্লাল হোসেন বিপুল, মো. জসিম উদ্দিন মুক্তিযোদ্ধা সংসদ কর্তৃপক্ষের কাছ থেকে খেলার নাম করে রাতে হলরুমসহ বাকী রুমগুলো ভাড়া করে আসছেন। দুই বছর আগ থেকে এখানে ওয়ান-টেন, সুঁই, কাটা-কাটিসহ বিভিন্ন ধরনের জুয়া খেলা চলমান। ১৭জনকে আটকের সময় আরো প্রায় ৭০জন জুয়ারি ছিলো। পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদেরকে মুক্তিযোদ্ধা সংসদ ভবনের ছাদে উঠিয়ে সিঁড়িতে তালা লাগিয়ে দেয়া হয়। পুলিশ চলে যাওয়ার পর তারা সব বেরিয়ে আসে।
চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশ উপ-পরিদর্শক (এসআই) মো. ফখরুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে চাঁদপুর মডেল থানায় মামলা হয়েছে। তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। আটকের সময় তাদের কাছ থেকে জুয়া খেলার ২৭ হাজার ২শ’ ৫টাকা উদ্ধার করা হয়।
আটককৃতরা হচ্ছেন: শহরের পুরাণ বাজার লোহারপুল এলাকার মৃত আব্দুল লতিফের ছেলে মনু মিয়া (৩৮), হাজীগঞ্জ উপজেলার খাটরা বিলওয়াই গ্রামের আবিদ মিয়ার ছেলে মো. শাহ্ আলম (৩৫), শহরের জিটি রোড ষোলঘর এলাকার মৃত আলী আহমদ এর ছেলে মো. দুলাল হোসেন (৫৪), গুয়াখোলা এলাকার শাহজাহান বেপারীর ছেলে মো. সোহেল (৩৯), নাজির পাড়া এলাকার মো. ছিদ্দিকুরের ছেলে মো. সোহেল পারভেজ (৪০), মমিন পাড়া এলাকার আনোয়ার বেপারীর ছেলে মোফাজ্জল হোসেন (৫০), রহমতপুর কলোনীর ছামাদ মিয়ার ছেলে বাচ্চু ভুঁইয়া (৪৫), ফরিদগঞ্জ উপজেলার কড়–ইতলি গ্রামের মজিবুল্লাহ ছেলে হুমায়ুন কবির (৫০), সদর উপজেলার পূর্ব রামদাসদী গ্রামের শাহ্ দুলাল ভুঁইয়ার ছেলে বিল্লাল হোসেন বিপুল (৪৮), লক্ষ্মীপুর ইউনিয়নের বহিরয়া এলাকার নুরুল ইসলামের ছেলে সফিক খান (৪০), হাজীগঞ্জ মকিবাদ এলাকার মৃত কুরবান আলীর ছেলে মুকবুল হোসেন (৬০), শহরের পুরাণ বাজার নিতাইগঞ্জ এলাকার আলী আহম্মদ এর ছেলে হজি বেপারী (৩৮), ফরিদগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর গ্রামের মৃত মান্নান মিয়ার ছেলে মো. হান্নান ভুঁইয়া (৫০), শহরের তালতলা পাটওয়ারী বাড়ীর মো. রহুল আমিন পাটওয়ারীর ছেলে জাকির হোসেন পাটওয়ারী (৪০), কোড়ালিয়া রোডের তোরাব আলীর ছেলে মো. কামাল (৩৫), স্ট্যান্ড রোডের মৃত শহীদের ছেলে মো. সুমন (৩৮), তরপুরচন্ডী এলাকার মিরাজ মিয়ার ছেলে মো. জসিম উদ্দিন (৩৭)।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন