চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে বরিশালে আজ শনিবার বিভাগীয় সমাবেশের অনুমতি না মিললেও বিএনপি নেতৃবৃন্দ এক্ষেত্রে অনড় রয়েছেন। ৮ এপ্রিলের এ সমাবেশে দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য দেয়ার কথা রয়েছে। নগরীর ফজলুল হক এভিনিউতে নগর ভবনের সামনে এ সমাবেশের লক্ষ্যে আরো পনের দিন আগে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ বরিশাল মহানগর পুলিশের কাছে আবেদন করেছে। গত বুধবার কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবং মহানগর সভাপতি মজিবর রহমান সারোয়ার স্থানীয় নেতৃবৃন্দকে নিয়ে মহানগর পুলিশ কমিশনারের সাথে দেখা করে সমাবেশের অনুমোদন চাইলেও বিষয়টি নিয়ে এখনো কোন ফয়সালা মেলেনি বলে জানা গেছে।
তবে বৃহস্পতিবার সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় সরোয়ার সহ অন্যান্য নেতৃবৃন্দ পুলিশ অনুমোদন না দিলেও আগামীকালের সমাবেশ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। ফলে বিষয়টি নিয়ে বরিশাল মহানগরীতে ইতোমধ্যে চাপা উত্তেজনা সৃষ্টি হয়েছে। আজ দিনের প্রথমভাগের মধ্যেই মহানগর পুলিশ তাদের সিদ্ধান্ত ঘোষণার পাশাপাশি এ বিষয়ে কঠোর অবস্থান গ্রহণ করতে পারেন বলেও মনে করছেন ওয়াকিবহাল মহল। এমনকি বিএনপি যদি বাস্তবেই সমাবেশ করার ব্যপারে অনড় থাকে, তবে মহানগর পুলিশ তাদের সর্বোচ্চ কঠোর অবস্থান গ্রহন করতে পারে বলে মনে করছেন মহলটি।
বিষয়টি নিয়ে জনমনেও শংকা রয়েছে। চলমান উচ্চ মাধ্যমিক পরীক্ষার মধ্যে নগরীতে এ ধরনের রাজনৈতিক উত্তেজনা ছাত্র-ছাত্রী সহ অভিভাবক মহলেও নানা অজানা আশংকার জন্ম দিচ্ছে। তবে বিএনপি নেতৃবৃন্দর দাবী, ‘আমরা শাšিতপূর্ণভাবেই এ যাবত সব কর্মসূচী পালন করার চেষ্টা করেছি। পুলিশ বারবারই আমাদের প্রতিটি নিয়মতান্ত্রিক কর্মসূচিই অফিস আঙ্গিনায় আটকে দিয়েছে। সভা-সমাবেশ করা আমাদের গণতান্ত্রিক অধিকার। বর্তমান সরকার নিজেদের গণতান্ত্রিক বলে দাবী করলেও বিরোধী দলের সব ধরনের গণতান্ত্রিক অধিকার খর্ব করছে’ বলে দাবী করে বিএনপি নেতৃবৃন্দ, ‘৮ এপ্রিলের সমাবেশ করার অনুমোদন দিয়ে তা প্রমান করার’ আহবান জানিয়েছেন।
তবে মহানগর পুলিশের দায়িত্বশীল সূত্রে ‘যানযটের কারনে নগরীর ফজলুল হক এভিনিউতে বিএনপি’কে সমাবেশের অনুমতি দেয়া হবে না’ বলে ইতোমধ্যে একাধিক গণমাধ্যমের কাছে অনানুষ্ঠানিকভাবে জানিয়েছেন। সে হিসেবে পুলিশ নগরীর অন্য কোথাও বিএনপি’কে সমাবেশ করতে বলেনি এখনো। বিএনপি’র তরফ থেকেও সে ধরনের কোন প্রস্তাবও দেয়া হয়নি।
এ অবস্থাতেই আগামীকাল বরিশাল মহানগরীতে বিএনপি’র বিভাগীয় সমাবেশকে ঘিরে রাজনৈতিক পর্যবেক্ষক মহলে যথেষ্ট কৌতুহল সৃষ্টি হয়েছে। দেশের প্রধান বিরোধী দলের সাথে সরকার কতটুকু গণতান্ত্রিক আচরণ করে সে বিষয়টি দেখার অপেক্ষায় মহলটি। জনমনেও রয়েছে নানামুখী প্রশ্ন। তবে এ সমাবেশের অনুমোদন দেয়া না দেয়া নিয়ে নগরীর আইন-শৃংখলা পরিস্থিতি কি হয়, তা নিয়ে শংকিত এইচএসসি পরিক্ষার্থী এবং অভিভাবক মহল সহ আমজনতাও।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন