নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন আলমগীর মিয়া (৩২) নামে অটোরিকশা চালকের পা ভেঙে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় তার স্ত্রী জরিনা বেগম বাধা দিলে তাকেও শারিরিক ভাবে নির্যাতন করা হয়। গতকাল সকালে উপজেলার তেতলাবো এলাকায় এ ঘটনা ঘটে। আহত আলমগীর হোসেনের স্ত্রী জরিনা বেগম জানান, তারাব পৌর নির্বাচনে কমিশনার প্রার্থী কাদিরের বিরোধিতা করায় তার সাথে দীর্ঘ দিন ধরে বিভিন্ন বিষয়াদি নিয়ে বিরোধ চলে আসছিল। সকালে তেতলাবো এলাকা দিয়ে যাওয়ার সময় কাদিরের নির্দেশে তার নিয়োজিত আক্কাস, ওসমান, আয়নাল, ইমনসহ অজ্ঞাত ৪/৫ জন দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে তেতলাবো কড়াইতলা মোড় এলাকায় আলমগীরের পথরোধ করে এলোপাথারি ভাবে পিটিয়ে পা ভেঙে দেয়। এসময় আলমগীরের স্ত্রী জরিনা বেগম তাকে বাচাঁতে এগিয়ে আসলে প্রতিপক্ষের লোকজন তাকেও নির্যাতন করে পিটিয়ে আহত করেন। তাদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে প্রতিপক্ষের লোকজন পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এ ঘটনায় আলমগীর মিয়া বাদী হয়ে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। তবে, অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করেন।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, এ ধরনের অভিযোগ পেয়েছি। তদন্ত মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন