নোয়াখালী ব্যুরো
বেগমগঞ্জ উপজেলার আমানউল্যাপুর ইউনিয়নের নোয়াখালী-লক্ষ্মীপুর প্রধান সড়কে দুর্বৃত্তের গুলিতে সুজন হোসেন জুয়েল (২৬) নামে এক সিএনজি অটোরিকশা চালক নিহত হয়েছে। শনিবার দিনগত রাত ১টার দিকে পাহলেওয়ানপুল নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত সুজন জুয়েল উপজেলার আমানউল্যাপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড অভিরামপুর গ্রামের মৃত আনোয়ার উল্যাহর ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, সারা দিন কাজ শেষে রাতে অটোরিকশা নিয়ে বাড়ি ফিরছিল জুয়েল। পথে নোয়াখালী-লক্ষ্মীপুর সড়কের আমানউল্যাপুর ইউনিয়নের প্রধান সড়কের পলোয়ানপুল এলাকায় দুর্বৃত্তরা সুজনকে গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। বেগমগঞ্জ থানার ওসি সাজেদুর রহমান সাজিদ জানান, নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে কী কারণে ও কারা এ হত্যাকা- ঘটিয়েছে তা এখনো জানা যায়নি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন