শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

সান্তাহার জংশন স্টেশন বাৎসরিক পরিদর্শন করেন জিআইবিআর

আদমদীঘি (বগুড়া) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

পশ্চিমঞ্চলের বৃহত্তম রেলওয়ে সান্তাহার জংশন ষ্টেশন পরিদর্শন করেছেন জি আই বি আর খোন্দকার শহিদুল ইসলাম। গত সোমবার সকাল সাড়ে ৯টায় রাজশাহী থেকে নীলফামারীগামী আন্তঃ নগর তিতুমীর ট্রেনে সান্তাহার ষ্টেশনে তিনি পরিদর্শনে আসেন। এজংশন ষ্টেশনে তিনি প্রায় দুই ঘন্টা অবস্থানকালে রেলের বিভিন্ন গুরুত্বপর্ন দপ্তর পরিদর্শন করেন এবং কর্মকর্তা কর্মচারীদের সাথে কথা বলেন এবং তাদের কর্মকান্ডের খোজ খবর নেন। এসময় রেলওয়ের বিভাগীয় কর্মকর্তা ডি আরএম অসীম কুমার তালুদার, ডিটিও নাছির উদ্দীন,ডিইই রবিউল ইসলাম, ডি এস টি আবু হেনা মোস্তফা কামালম ও সান্তাহার ষ্টেশন মাস্টার রেজাউল করিম ডালিম উপস্থিতি ছিলেন। পরিদর্শনের সময় জি আই বি আরের নিকট স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী ও ব্যবসায়ী বৃন্দু বেশকিছু দাবি পেশ করলে তিনি এ জংশন ষ্টেশনে টিকিট বৃদ্ধি এবং কাটাতারের বাউন্ডারী করার প্রতিশ্রতি দেন। এ পরিদর্শন উপলক্ষে গত একসপ্তাহ ধরে রেলের লোকজন ধোওয়ামোছা ও পরিস্কার পরিচ্ছন্নতার কাজে ব্যাস্ত হয়ে পরেন। এছারাও লেভেল ক্রোসিং (রেলগেট) ষ্টেশন এলাকা, স্বাধীনতা মঞ্চ ও এর আশপাশের এলাকায় অবৈধভাবে গড়েউঠা পাঁচ শতাধিক স্থাপনা নিজ উদ্যেগে সরিয়ে নেওয়া হয়।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন