শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

মে মাসে প্রতিবন্ধিতা ও দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা সম্মেলন ঢাকায় হচ্ছে

সচিবালয়ে সংবাদ সম্মেলনে মায়া

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম | আপডেট : ১০:৫০ পিএম, ১০ এপ্রিল, ২০১৮

ঢাকায় দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রতিবন্ধিতা ও দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে আগামী ১৫ মে সকালে বিআইসিসি সম্মেলন কেন্দ্রে এই সম্মেলনের উদ্বোধন করবেন বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
গতকাল মঙ্গলবার সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রস্তুতি সভায় মন্ত্রী এসব তথ্য জানান। মন্ত্রী জানান, প্রতিবন্ধিতা ও দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ে ২০১৫ সালের ১২-১৪ ডিসেম্বর ঢাকায় প্রথম আন্তর্জাতিক সম্মেলন হয়। ১৮টি দেশের ৪৫০ জন প্রতিনিধির অংশ গ্রহণের মধ্য দিয়ে ওই সম্মেলনে আট দফা ঢাকা ঘোষণা গৃহীত হয়েছিল। মন্ত্রী মায়া বলেন, সায়মা ওয়াজেদ হোসেনের আন্তরিক দিকনির্দেশনা, অনুপ্রেরণায় এই সম্মেলন আয়োজিত হচ্ছে এবং তিনি সকল বিষয়ে আমাদের পাশে থেকে সহযোগিতা ও পরামর্শ দিয়ে যাচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা অটিজম বিষয়ক জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপারসন। এবারের সম্মেলনে প্রতিটি অধিবেশনে পাঁচ শতাধিক প্রতিনিধি অংশ নেবেন। দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী বলেন, আশা করছি দেশি-বিদেশি দুই হাজার প্রতিনিধি সম্মেলনে অংশ নেবেন। জানান, সম্মেলনে অংশ নিতে এরই মধ্যে ১৭ জেলার প্রতিনিধিরা নিবন্ধন করেছেন এবং ৪০টির বেশি প্রবন্ধ জমা পড়েছে। ২৫ এপ্রিল পর্যন্ত নিবন্ধন চলবে। মায়া বলেন, এ সম্মেলনের মাধ্যমে বিশ্বাবাসীকে দেখাতে চাই যে দুর্যোগে সমাজের পিছিয়ে পড়া প্রতিবন্ধী জনগোষ্ঠীর সার্বিক নিরাপত্তা বিধানে বাংলাদেশ রোল মডেল।এবারের সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন থাইল্যান্ডের এমপি মুনথেইন বুনতান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন