শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

আলজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত : নিহত ২৫৭

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

আলজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় ২৫৭ জন নিহ হয়েছে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
বিবিসি জানায়, বুধবার সকালে দেশটির বুফারিক সামরিক বিমানবন্দরে ইলুশিন টু নামের এই বিমানটি বিধ্বস্ত হয়। ভিডিও ফুটেজে দেখা যায় অনেক ধোঁয়ার উড়ছে। রাজধানী আলজির কাছেই ওই বিমানবন্দর। স্থানীয় টেলিভিশন চ্যানেল জানায়, ঘটনাস্থলে ১৪টি অ্যাম্বুলেন্স পৌঁছে। আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ইলিয়িশুন টু-সেভেন্টি সিক্স নামে বিমানটির বেশিরভাগ যাত্রীই ছিলেন সামরিক বাহিনীর সদস্য।
আলজেরিয়ার ক্ষমতাসীন দলের নেতাদের বরাত দিয়ে আলজেরিয়ার টেলিভিশন চ্যানেল এনাহার টিভি বলেছে, বিমানের যাত্রীদের মধ্যে ২৬ জন পশ্চিম সাহারার বিচ্ছিন্নতাবাদী পলিসারিও ফ্রন্টের সদস্য ছিলেন। এলাকাটিকে মরোক্কোও নিজেদের এলাকা বলে দাবি করে থাকে।
আলজেরিয়ে টুয়েন্টিফোর নামে স্থানীয় এক সংবাদমাধ্যমে বলা হয়েছে, বিমানটি পশ্চিম আলজেরিয়ার বেচার শহরে যাচ্ছিল। সংবাদমাধ্যমটির ওয়েবসাইটে প্রকাশিত ছবিতে দেখা যায়, বিধ্বস্তের স্থানটি থেকে প্রচÐ ধোঁয়া উঠছে।
বুফারিক বিমান বিধ্বস্তের ঘটনাটি দেশটিতে ২০০৩ সালের পর সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনা। ওই সময় তামানরাসেট থেকে উড্ডয়নের পর থেকে এয়ার আলজেরিয়ার জেট বিমান বিধ্বস্ত হয়। তাতে ১০২ জন নিহত হন।
২০১৪ সালে সামরিক বাহিনী ও তাদের পরিবারের সদস্যদের নিয়ে যাত্রাকালে সি-১৩০ বিমান বিধ্বস্ত হয়। তাতে নিহতের সংখ্যা ৭০ জনের বেশি ছিল। ২০১২ সালে নিয়মিত প্রশিক্ষণের সময় সংঘর্ষে দুটি সামরিক বিমানের পাইলটরা নিহত হন। সূত্র : রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (5)
আজগর ১২ এপ্রিল, ২০১৮, ৬:০৮ এএম says : 0
ইদানিং কেবল বিমান দুর্ঘটনার খবর শুনতেছি
Total Reply(0)
নাহিদ ১২ এপ্রিল, ২০১৮, ৬:২৮ এএম says : 0
বিমানের ব্যাপারে সবাইকে খুব সতর্ক হওয়া দরকার।
Total Reply(0)
সাইফ ১২ এপ্রিল, ২০১৮, ৬:৩০ এএম says : 0
আল্লাহ আহতদের শেফা দান করো
Total Reply(0)
ইসমাইল ইমন ১২ এপ্রিল, ২০১৮, ৬:৩১ এএম says : 0
বিচ্ছিন্নতাবাদীদের ব্যাপারে সতর্ক হওয়া দরকার।
Total Reply(0)
জলিল ১২ এপ্রিল, ২০১৮, ৬:৩২ এএম says : 0
বিমানটির বেশিরভাগ যাত্রীই ছিলেন সামরিক বাহিনীর সদস্য। এই ধরনের বিমানে সাধারণ যাত্রী না উঠানোই ভালো
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন