শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

শ্রীপুরে র‌্যালি ও আলোচনা সভা

প্রকাশের সময় : ৪ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

শ্রীপুর (গাজীপুর) উপজেলা সংবাদদাতা

গাজীপুরের শ্রীপুর উপজেলা ভূমি অফিসের উদ্যোগে ভূমি সেবা সপ্তাহ দিবস ২০১৬ উদযাপন উপলক্ষে গতকাল রোববার সকালে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণ থেকে এ উপলক্ষে একটি র‌্যালি বের করা হয়। শ্রীপুর উপজেলা ভূমি অফিসের সহকারি কমিশনার (ভূমি) ও উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার মো: মাসুম রেজার নেতৃত্বে র‌্যালিটি বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা ভূমি অফিসে গিয়ে শেষ হয়। উপজেলা ভূমি অফিসের কানুনগো মো: মতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো: মাসুম রেজা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভূমি অফিসের নাজির মো: নুরুল হক, উপজেলা ভূমি অফিস সহকারী মো: আলমগীর হোসেন, মাওনা ও গাজীপুর ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা মো: আক্কাস আলী, শ্রীপুর পৌর ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা মো: আলী হোসেন, গোসিংগা ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী ভূমি কর্মকর্তা মো: আব্দুল বারী, ভূমি অফিসের সার্ভেয়ার মো: মামুন প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন