নান্দাইল (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা
ময়মনসিংহের নান্দাইল থানা গেট থেকে মাত্র ২শ’ গজ দূরে শনিবার রাতে দু’টি ইলেকট্রনিক্স দোকানের চালের টিন খুলে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। জানা যায়, নান্দাইল থানার ঠিক বিপরীত দিকে ওয়ার্ল্ডটনের শোরুম আল রিদান ইলেকট্রনিক্স দোকানের চালের টিন কেটে ভিতরে ঢুকে বিভিন্ন মডেলের ১৩টি এলএডি রঙ্গিন টেলিভশন, ১০টি মোবাইল ফোন সেট ও নগদ ১ লক্ষ ৭০ হাজার টাকা নিয়ে যায় চোরের দল। অপরদিকে একই রাতে একই কায়দায় ওয়েস্টটান এর শোরুম মেসার্স আদিল ইলেকট্রনিক্স থেকে বিভিন্ন মডেলের ৭টি এলএডি রঙ্গিন টেলিভিশন নিয়ে যায়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন