শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

মহানগর

পহেলা বৈশাখে ইভ টিজিং প্রতিরোধে বিশেষ টিম

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ এপ্রিল, ২০১৮, ২:৪১ পিএম

পহেলা বৈশাখে ইভ টিজিং প্রতিরোধে বিশেষ টিম থাকবেন বলে জানিয়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ।

শুক্রবার বেলা ১১টায় রাজধানীর রমনা পার্ক পরিদর্শনে এসে র‍্যাবপ্রধান এ মন্তব্য করেন।

তিনি বলেন, পহেলা বৈশাখে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। এবার তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। ইভ টিজিং প্রতিরোধে থাকবে বিশেষ টিম।

বেনজীর আহমেদ বলেন, পুরো জাতি যেন উৎসবমুখর পরিবেশে নববর্ষ উদযাপন করতে পারে, সে জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। তবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য কেউ ফেসবুক বা অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো উসকানি দিচ্ছে কিনা, তাও নজর রাখা হচ্ছে।

এর আগে রমনা বটমূল ও আশপাশ এলাকায় নিরাপত্তা মহড়া দেয় র‍্যাবের বিভিন্ন ইউনিট।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন