মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

নদী বাচাঁতে মেঘনায় গোসল উৎসব

কিশোরগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

স্রোতস্বিনি মেঘনা নদীকে বাচাঁতে ভৈরবে ত্রি-সেতু এলাকায় গোসল উৎসবে আয়োজন করেন স্থানীয় পরিবেশবাদী ও সেচ্ছাসেবী সংগঠন ‘দি বø্যাকহোল এসোসিয়েটস। প্রতি বছরের ন্যায় গতকাল শুক্রবার সকাল ৭টায় অনুষ্ঠিত গোসল উৎসবের আগে সংগঠনের সদস্যরা মেঘনা নদীকে পরিবেশ দূষনের হাত থেকে রক্ষা করতে প্লে-কার্ড নিয়ে নদীর পাড়ে মানববন্ধন করেন। এসময় তারা শপথবাক্য পাঠ করেন। ওই উৎসবে সংগঠনের সদস্য ছাড়াও সমাজকর্মী, ছাত্র ও সামাজিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন অংশ নেয়। উৎসবে আমন্ত্রিতদের বাঙ্গালীর ঐতিহ্য মুড়ি, মুরকি, চিনি ও গুড়ের তৈরী মিঠাই দিয়ে আপ্পায়ন করা হয়। সংগঠনের নেতৃত্ব দেন ‘দি বø্যাকহোল এসোসিয়েটস মেম্বার রাকিবুল হাসান সবুজ, খুলিলুর রহমান লিমন, বিমল চন্দ্র বিশ্বাস ও জাহিদুল ইসলাম রনি। মানববন্ধনে শপথ বাক্য পাঠ করান সামিউজ্জামান সুমন।
সরকারের কেপিআই ভুক্ত এলাকায় মেঘনা নদী ও ব্রীজের নিচে ভৈরববাসীর একমাত্র বিনোদনের জায়গাটি একশ্রেণির দখলদারগণ রেলওয়ে ও সড়ক সেতুর জায়গায় অবৈধভাবে কয়লা মজুদ ও লোড আনলোড়ের মাধ্যমে পরিবেশ দূষণ করলেও রহস্যজনক কারণে তাদেরকে উচ্ছেদ করছে না কর্তৃপক্ষ। অচিরেই তাদের উচ্ছেদ করে নদী ও বিনোদনের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানানো হয় সংগঠনের পক্ষ থেকে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন