শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

বিশেষ টেলিফিল্ম মেঘের আড়ালে মেঘ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৪ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

আজ বাংলা নববর্ষ ১৪২৫ উপলক্ষে এনটিভিতে দুপুর ১২.২০ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম ‘মেঘের আড়ালে মেঘ’। তৌকীর আহমেদের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন তৌকীর আহমেদ, তারিন জাহান, রওনক হাসান, জিয়াউল হাসান কিসলু, নাহিয়ান প্রমুখ। ‘পারুলের বিয়েটা শেষ পর্যন্ত ভেঙ্গে যায়। ফজল সাহেবকে ছেড়ে তার স্ত্রী যখন চলে যান ১২ বছর আগে, তখন পারুল ও সেতু দু’জনই ছোট। সন্তান সংসার রেখে পারুলের মার চলে যাওয়াটা কেউই মেনে নিতে পারেনি। মাসুদ প্রায়ই যোগাযোগ করতে চায়। বড় লোকের ছেলের আবেগে এখন আর তেমন জাগতিক অর্থ পায় না পারুল। এরমধ্যে তার খালা একটি বিয়ের প্রস্তাব নিয়ে আসে, পাত্র অবস্থাশালী শামসুল আলম। প্রথম স্ত্রীর সাথে বনিবনা হয়নি তাই দ্বিতীয় বিবাহ করতে চায় সে। পারুলের বাবা বিয়ের পক্ষে। নিরুপায় পারুল রাজী হয়ে যায়। কিন্তু বিয়ের কিছুদিনের মাথায় সে ভিন্ন আলমকে আবিস্কার করে। সেতু একটি চাকরী পেয়ে মালয়েশিয়ায় চলে যায়।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন