এসএ টেলিভিশনে ঈদের দিন দুপুর ২.২০ মিনিটে প্রচার হবে বিশেষ টেলিফিল্ম ‘১৮ কিলোর সাইকেল’। পরিচালনা: রাসেল আজম। অভিনয়ে শ্যামল মাওলা, অর্ষা। গ্রামীণ মেলায় প্রথম দেখাতেই একটি মেয়েকে ভালো লেগে যায় একটি ছেলের। ভালোবেসে ফেলে মেয়েকে। তাকে দেখতে প্রতিদিন ১৮ কিলো সাইকেল চালিয়ে যেত এক পলক দেখতে। হঠাৎ ভালো লাগা, পরিচয়, কথা বলতে না পারা, রোদ-বৃষ্টি পার হয়ে দেখা করা। প্রথম চিঠি পড়া। এসবের মাঝে হঠাৎ মেয়েটি হারিয়ে যায়। অপেক্ষা আর অপেক্ষা। তার দেখা যায় না। ঘরের কোনে শুধু পড়ে থাকে ১৮ কিলোর সাইকেল।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন