আশাশুনি (সাতক্ষীরা) উপজেলা সংবাদদাতা
আশাশুনিতে একটি পুকুর থেকে দুই মাস বয়সী অজ্ঞাত শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। আনুলিয়া ইউনিয়নের একসরা লঞ্চ ঘাটের কাছে রাস্তার পাশের একটি পুকুরে গত রোববার শিশুটির লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে। অনুমান দুই মাস বয়সী কন্যা শিশুটির কোনো পরিচয় মেলেনি। তবে এলাকাবাসী জানান, তারা গত শনিবার সন্ধ্যার দিকে পুকুরের পাশে অজ্ঞাত এক মহিলাকে ঘোরাফেরা করতে দেখেছিল। সে লঞ্চে যাবে তার সাথীর জন্য অপেক্ষা করছে বলে জানিয়েছিল। ধারণা করা হচ্ছে বহিরাগত কোনো মহিলা শিশুটিকে পুকুরে ফেলে গিয়েছিল। এসআই গৌতম কুমার ঘটনাস্থন পরিদর্শন করে লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করেছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন