বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

নবনির্বাচিত চেয়ারম্যানকে সংবর্ধনা

প্রকাশের সময় : ৫ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

মোরেলগঞ্জ (বাগেরহাট) উপজেলা সংবাদদাতা
বাগেরহাট-৪, মোরেলগঞ্জ-শরণখোলা আসনের সংসদ সদস্য সাবেক প্রতিমন্ত্রী ডা. মোজাম্মেল হোসেন বলেছেন, বর্তমান সরকারের উন্নয়ন দৃশ্যমান করতে ইউনিয়ন পরিষদগুলোকে দুর্নীতিমুক্ত করা জরুরি। আর এ লক্ষ্যে কাজ করে চলেছে সরকার। রাষ্ট্রীয় বরাদ্দের শতভাগ কাজ তৃণমূলে বাস্তবায়নের দায়িত্ব স্থানীয় সরকার প্রতিনিধিদের। তারা যদি অনিয়ম না করেন তাহলে দেশ আরো দ্রুত এগিয়ে যাবে। ডা. মোজাম্মেল হোসেন গতকাল সোমবার বেলা ১১টায় মোরেলগঞ্জের খাউলিয়া ইউনিয়নে নবনির্বাচিত চেয়ারম্যান মাস্টার আবুল খায়েরের গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। তিনি আরো বলেন, বর্তমান সরকার ইউনিয়ন পর্যায়ের প্রত্যন্ত গ্রামগুলোতেও উন্নয়নের প্রসার ঘটিয়েছে। আ.লীগ নেতা আবদুল গনি হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত গণসংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শাহ-ই-আলম বাচ্চু, মাস্টার আলী আকবর, নবনির্বাচিত চেয়ারম্যান মাস্টার আবুল খায়ের, আবদুল জলিল হাওলাদার, মেজবাহ উদ্দিন খোকন, চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন, মুক্তিযোদ্ধা ওয়াদুদ মিয়া ও আবুল হোসেন ফকির।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন