বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

বিদ্যালয় ভবনে ফাটল তিন বছর ধরে গাছতলায় পাঠদান

প্রকাশের সময় : ৫ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

ফরিদপুর জেলা সংবাদদাতা
জেলার নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়নের চাঁদহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনে ফাটল দেখা দেয়ার পর থেকে শ্র্রেণিকক্ষের অভাবে অস্থায়ী ছোট্ট টিনের ঘর ও গাছতলায় চলছে শিক্ষার্থীদের পাঠদান। দ্বিতল বিশিষ্ট বিদ্যালয়ের ভবনে ফাটল দেখা দেয়ায় ৩ বছর আগে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। সেই থেকে বিদ্যালয়ের শিক্ষার্থীদের গাছতলায় ক্লাস নেয়া হচ্ছে। ফলে শিক্ষার পরিবেশ দারুণভাবে বিঘিœত হচ্ছে । তাই স্কুলের ভবন নির্মাণে দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা। জানা যায়, ২০০৬ সালে চাঁদহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পূর্বে নির্মিত একতলার উপর দ্বিতলা ভবন নির্মাণ করা হয়। নির্মাণ কাজ নি¤œমানের হওয়ায় ভবনটির দেয়াল ও ছাদে ব্যাপক ফাটল দেখা দেয়। বিদ্যালয়ের ভবনটি পরিত্যক্ত ঘোষণার পর থেকে শ্রেণিকক্ষের অভাবে অস্থায়ীভাবে তৈরি ছোট্ট একটি টিনের ঘরে একই কক্ষে একাধিক শ্রেণির শিক্ষার্থীদের গাদাগাদি করে ক্লাস নেয়ায় চরম বিপর্যয়ের মধ্যে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম চলছে। অস্থায়ীভাবে তৈরি ছোট্ট একটি টিনের ঘরে গাদাগাদি করে ক্লাস নেয়া কষ্টকর হওয়ায় খোলা আকাশের নিচেও ক্লাস করতে হচ্ছে শিক্ষার্থীদের। প্রচ- রোদ আর বৃষ্টি উপেক্ষা করে সীমাহীন কষ্ট সহ্য করে খোলা আকাশের নিচে ক্লাস করতে গিয়ে অনেক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ছে। বৃষ্টির দিনে শিক্ষার্থীদের বইসহ স্কুলের ড্রেস বৃষ্টির পানিতে ভিজে গিয়ে জ্বরসহ ঠা-াজাতীয় নানা রোগে ভোগতে হয়। শিক্ষার্থীরা এই প্রতিবেদককে জানায়, বৃষ্টির দিনে ক্লাশ করতে গিয়ে অনেকেরই বই-খাতা বৃষ্টিতে ভিজে নষ্ট হয়ে গেছে। ফলে বৃষ্টিতে স্কুলড্রেস ভিজে গিয়ে ঠা-া, কাশি, জ্বরসহ নানা রোগে অসুস্থ হয়ে বেশ কিছুদিন ক্লাস করতে পারেনি তারা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারজানা খন্দকার জানান, চরম ভোগান্তির মধ্যেই শিক্ষকগণের পাঠদান ও শিক্ষার্থীদের পাঠগ্রহণ কষ্টকর হয়ে উঠেছে। স্কুলে অনুকূল পরিবেশ না থাকলেও সব কষ্ট, সব বাধা উপেক্ষা করে এ বিদ্যালয়ে ৩৩৯ জন ছাত্র-ছাত্রী অধ্যায়ন করছে। এবছর সমাপনীতে ৬ জন শিক্ষার্থী জিপিএ- ৫ সহ শতভাগ শিক্ষার্থী পাস করেছে। বিদ্যালয়ের সভাপতি আবুল কাশেম বলেন, বিদ্যালয়ের ভবনে ফাটল দেখার পর আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানালে ভবনটি ঝুকিপূর্ণ হওয়ায় ঐ ভবনে ক্লাস নিতে নিষেধ করলেও অদ্যবধি তেমন কোন কার্যকরী ব্যবস্থা নেয়নি। ঝুঁকিপূর্ণ ভবনেই বেশ কিছুদিন ক্লাস নেয়া হলেও বর্তমানে অস্থায়ীভাবে ছোট্ট একটি টিনের ঘরে ও গাছতলায় ক্লাসের কার্যক্রম চলছে। এ ব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার বজলুর রশিদ বলেন, চাঁদহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি ভবন নির্মাণে সুপারিশ করা হয়েছে, সেই সাথে তালিকায় ও নাম রয়েছে বরাদ্দ আসলেই কাজ শুরু হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন