বাগেরহাট জেলা সংবাদদাতা
বাগেরহাট শহরে মো. ওবায়দুল ইসলাম চৌধরী নামে এক ব্যক্তিকে হত্যার দায়ে দুই জনকে যাবজ্জীবন ও দুই জনকে ৫ বছর করে সশ্রম কারাদ-াদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে আদলত যাবজ্জীবন দ-প্রাপ্তদের ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাসের করাদ- এবং ৫ বছর দ-প্রাপ্তদের ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদ-াদেশ দেন। গতকাল সোমবার দুপুরে বাগেরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২য় আদালতের বিচারক মোহাম্মদ রেজাউল করিম এই রায় দেন। রায়ে যাবজ্জীবন দ-প্রাপ্তরা হলেন বাগেরহাট শহরের খারদ্বার এলাকার ফজলুল মল্লিকের ছেলে রুবেল মল্লিক, জাহাঙ্গীর খানের ছেলে খান মোহাম্মদ জিহাদ। কারাদ-প্রাপ্তরা হলেন শহরের সম্মিলনী স্কুল রোডের সামাদ পাইকের মেয়ে সুমনা নাজনিন ওরফে বনানী, খুলনার বটিয়াঘাটা উপজেলা ধাইয়ারকূল বাড়ি গ্রামের মোসলেম মোল্লার ছেলে খালিদ মোল্লা। মামলার বিরবণে জানা গেছে, শররের দক্ষিণ সরই এলাকার মো. নুরুল ইসলাম চৌধুরীর ছেলে ওবায়দুল ইসলাম চৌধরীর সাথে আসামী সুমনা নাজনিনের বিবাহ হয়। পরে স্ত্রীর বিরুদ্ধে সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগে সুমনার সাথে ওবাইদুলের বিবাহ বিচ্ছেদ হয়। এর প্রেক্ষিতে সুমনা তার লোকজেন নিয়ে প্রাক্তন স্বামীর কাছে পৌনে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা না পেয়ে ২০১০ সালের ৯ সেপ্টেম্বর রাতে শহরের আলীয়া মাদ্রাসা সড়কে আসামিরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ওবায়দুল ইসলামকে হত্যা করে। এ ঘটনায় নিহতের বাবা নুরুল ইসলাম চৌধুরী ওই বছরের ১৪ সেপ্টেম্বর বাগেরহাট মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন