শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

মঙ্গলবার সিইসির সঙ্গে সাক্ষাত করবে বিএনপি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ এপ্রিল, ২০১৮, ৭:৫৩ পিএম

গাজীপুর ও খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে কথা বলতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নরুল হুদার সঙ্গে সাক্ষাত করবে বিএনপির উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল।

মঙ্গলবার বেলা ১১টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে সিইসির সঙ্গে সাক্ষাত করবে বিএনপির এই প্রতিনিধি দলটি। বিএনপির সাত সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

অন্য সদস্যরা হলেন- স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ। বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

আগামী জাতীয় সংসদ নির্বাচন ও নির্বাচনী প্রচার প্রচারণা নিয়ে সাক্ষাতের সময় সিইসির সঙ্গে আলোচনা হতে পারে বলেও জানা গেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন