বেসরকারি ব্যাংকে সরকারি আমানতের ৫০ শতাংশ রাখার সুযোগ সংক্রান্ত সরকারি সিদ্ধান্ত জানিয়ে তফশিলি ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল বুধবার কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত এক চিঠি দেওয়া হয়েছে ব্যাংকগুলোকে। এর আগে চলতি মাসের ২ তারিখে অর্থ মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। চিঠিতে বাংলাদেশ ব্যাংক বলেছে, সরকারি সিদ্ধান্ত মোতাবেক বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি), সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এর নিজস্ব তহবিলের অর্থ আমানত হিসেবে ৫০ শতাংশ বেসরকারি ব্যাংকগুলো পাবে। এর আগে অর্থ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়, গত ৩১ মার্চ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। তারল্য সঙ্কট থেকে বেসরকারি ব্যাংকের চেয়ারম্যানদের সংগঠন বাংলাদেশ এসোসিয়েশন অব ব্যাংকস-বিএবি বেসরকারি ব্যাংকে সরকারি আমানত বাড়ানোর দাবি জানান। গত ৩১ মার্চ অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠকে এই দাবি তোলা হলে অর্থমন্ত্রী ওই দিনই তাতে সায় দেন। বতর্মানে এই হার ২৫ শতাংশ। কিন্তু দেশের ব্যাংকিং খাতের ৭০ শতাংশ বেসরকারি খাতের দখলে। বেসরকারি ব্যাংকগুলোর উদ্যোক্তাদের সুপারিশ মেনে ব্যাংকগুলোর নগদ জমার হার (সিআরআর) এক শতাংশ কমানোর সিদ্ধান্তের কথা আগেই জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন