রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

বাংলাদেশ এখন ক্রন্তিকাল অতিক্রম করছে : সাবেক এমপি লালু

গাবতলী (বগুড়া) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু বলেন, বাংলাদেশ এখন ক্রন্তিকাল অতিক্রম করছে। বর্তমান সরকারের সময়ে মানবাধিকার হরন ও স্বজনপ্রীতি, আর্থিক লুটপাট, সন্ত্রাস, অনিয়ম, দুর্নীতি বেড়েই চলেছে। ফলে সমগ্র দেশে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এমনকি বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি ও অনিয়ম বেড়ে যাওয়া ফলে শিক্ষার পরিবেশ বিঘ্নিত হচ্ছে। এ জন্য শিক্ষার মান উন্নয়নে ও গনতন্ত্র রক্ষায় আপনাদের’কে ঐক্যবদ্ধ থেকে আন্তরিকভাবে কাজ করতে হবে। তিনি গতকাল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অথরিটিতে শিক্ষক প্রতিনিধি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শিক্ষক গ্রুপ (সাদা প্যানেল) পরিচিতি সভা’য় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। এ সময় আরো বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপিসাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, ড্যাব বগুড়া জেলা শাখা সভাপতি অধ্যাপক ডাঃ শাহ মোঃ শাহজাহান আলী, বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক এইচএস মাফতুন আহম্মেদ খান রুবেল, শহীদ উন নবী সালাম, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রফেসর ড.ফজলুল হক, ড.আসাদুজ্জামান শাহ, ড.এএনএম জাহাঙ্গীর কবীর, ড.মোঃ ফখরুল ইসলাম, ড.মোহা.এনামুল হক, ড.সালেহা জেসমিন, ড.একরামুল হামিদ, ড.মোহাম্মাদ আলী’সহ ডীন অনুষদ, সিন্ডিকেট ক্যাটাগরি, ফাইন্যান্স কমিটি, পরিকল্পনা ও উন্নয়ন কমিটি, ‘শিক্ষা পরিষদ ক্যাটাগরি’ প্রার্থীগন ও শিক্ষক ভোটারগন প্রমূখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন