বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

পার্বতীপুরে ক্ষেতে বিষাক্ত কেমিক্যাল দিয়ে পুড়িয়ে দিয়েছে ধান

পার্বতীপুর (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

পার্বতীপুরে জমি জমা সংক্রান্তে ও পূর্বের শত্রুতার জের ধরে রোপণকৃত ইরি-বোরো ধানে বিষাক্ত ওষুধ ছিটিয়ে প্রায় পাঁচ একর জমির ধান পুড়িয়ে ফেলেছে প্রতিপক্ষ। ঘটনাটি ঘটেছে পার্বতীপুর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের হাবিবপুর মৌজায়। বৃহস্পতিবার রাতে প্রতিপক্ষ উঠতি ইরি-বোরো ধানে বিষাক্ত ওষুধ ছিটিয়ে আবাদি ধান নষ্ট করেছে। ক্ষতিগ্রস্ত জমির মালিকরা হলেন- ওয়াজেদ আলী, রাকিবুর, গোলাম রব্বানী, সামছুল হক, মমিনুল ইসলাম, ছালাম আলী, রিয়াজুল ইসলাম, আবুল কাশেম ও আলতাব হোসেন। হাবিবপুর মৌজার দুই একর ৩৭ শতক জমিতে পূর্বের বিরোধ থাকায় এ ঘটনাটির আবির্ভাব। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান ছাবেনুর রহমানকে ক্ষতিগ্রস্ত জমির মালিকরা অবহিত করেছেন। ক্ষতিগ্রস্তর বিষয় মামলা প্রস্তুতি চলছে। ওই এলাকায় ক্ষতিগ্রস্তরা আতঙ্কের মধ্যে দিনাতিপাত করছে। যেকোন মুহূর্তে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটতে পারে। ক্ষতিগ্রস্তরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন