দেশে প্রথমবারের মতো দৃষ্টি প্রতিবন্ধীদের অংশগ্রহণে ‘যুক্তির আলোয় দেখি’ শিরোনামে আজ শুরু হবে জাতীয় বিতর্ক প্রতিযোগিতা। ডিবেট ফর ডেমোক্রেসি’র আয়োজনে এই প্রতিযোগিতায় দৃষ্টি প্রতিবন্ধীদের নানাবিধ সমস্যা, তাদের নিয়ে সামাজিক দৃষ্টিভঙ্গি, পরিবার ও রাষ্ট্রের দায়িত্ব-এ সব বিষয় স্থান পাবে। প্রতিযোগিতার মধ্য দিয়ে দৃষ্টি প্রতিবন্ধীদের হাসি-কান্না, সুখ-দুঃখ, ব্যথা-বেদনার গল্প গাঁথা তুলে ধরা হবে। মূলত প্রতিবন্ধীদের প্রতি পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় সচেতনতা বৃদ্ধির প্রয়াস হিসেবেই এই আয়োজন। এতে দৃষ্টি প্রতিবন্ধীদের উন্নয়নের মূল ধারায় আনয়নের মাধ্যমে টেকসই উন্নয়ন আরো ত্বরান্বিত হবে বলে আশা করা যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ^বিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বদরুননেছা মহিলা কলেজ এবং ইডেন কলেজ সহ দেশের সেরা ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। আয়োজন সংগঠন ডিবেট ফর ডেমোক্রেসি’র চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের সভাপতিত্বে প্রতিযোগিতার উদ্বোধন করবেন সমাজ কল্য মন্ত্রী জনাব রাশেদ খান মেনন, এমপি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন