রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

স্বামীর বিরুদ্ধে মামলা করেও বিচার পাচ্ছেন না লিপি

সখিপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

উপায়ান্তর না দেখে স্বামী শাহিনুরের বিরুদ্ধে মামলা করেও লিপি বিচার পাচ্ছে না। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার কলিমাজানী এলাকার মো.হযরত আলীর ছেলে লিপির স্বামী শাহীনুর রহমান (২৮) বিচারিক আদালতে হাজির হচ্ছে না। মামলার ভয়ে পালিয়ে বেড়াচ্ছে। জানা গেছে, ০৪/০৯/২০১৫ইং তারিখে এক লাখ পাঁচ হাজার এক টাকা দেনমোহর ধার্য করে মির্জাপুর উপজেলার কলিমজানী এলাকার হযরত আলীর ছেলে শাহীনুর রহমান এর সাথে একই উপজেলার রাজাবাড়ী বংকুরতলা এলাকার মো.পন্ডিত আলীর মেয়ে মোসা.লিপি আক্তার(১৯) এর বিবাহ হয় । বিবাহের পর থেকেই শাহীনুর ও তার পরিবার এক লাখ টাকা যৌতুক দাবী করে রিপিকে শারীরিক নির্যাতন করে আসছিল। যৌতুকের টাকা না পাওয়ায় লিপিকে তার শ্বশুর বাড়ির লোকজন বাপের বাড়ি বিদায় করে দেয়। উপায়ান্তর না দেখে লিপি আক্তার বাদী হয়ে যৌতুক বিরোধ আইনের ০৪ ধারায় গত ২২/১১/২০১৬ইং তারিখে মোকাম টাঙ্গাইলের মির্জাপুর থানা আমলী আদালত এ মামলা (নং সি আর ৪০৩/১৬) দায়ের করে। মামলা দায়েরের পর থেকেই মামলার প্রধান আসামী লিপির স্বামী শাহীনুর রহমান পলাতক রয়েছে। আসামী শাহিনুরকে আগামী ৩০/০৪/২০১৮ইং তারিখে আমলী আদালতে হাজির হওয়ার জন্য বিজ্ঞ বিচারক নির্দেশ দিয়েছেন। আসামী হাজির না হওয়ায় বিচার না পেয়ে লিপি নিদারুন কষ্টে দিনাতিপাত করছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন