ফিলিস্তিনের গাজার নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ হামাস নেতাদের বিরুদ্ধে পুনরায় গুপ্তহত্যা চালু করার হুমকি দিয়েছেন ইসরাইলের পরিবহন, সড়ক নিরাপত্তা ও গোয়েন্দা মন্ত্রী কাৎজ। মালয়েশিয়ায় এক হামাস নেতা নিহতের ঘটনায় ইসরাইলের গোয়েন্দাবাহিনী মোসাদের জড়িত থাকার অভিযোগের মধ্যেই ইসরাইলি মন্ত্রী এই হুমকি দিলেন। টুইটারে মন্ত্রী কাৎজ লিখেছেন, হামাসের জানা উচিত, ইসরাইলি সেনা কমান্ডারদের ওপর গাজা সীমান্তে হামলা চালালে হামাস নেতাদের ধরে ধরে হত্যা করা পুনরায় চালু করা হতে পারে। ইসরাইলি মন্ত্রী আরও লিখেছেন, ফিলিস্তিনে ইসলামিক জিহাদ মুভমেন্টের পক্ষ থেকে ইসরাইলি সেনা কমান্ডারদের লক্ষ্য করলে তা সীমা অতিক্রম করবে। শনিবার ফাদি মুহাম্মাদ আল-বাত্শকে হত্যা করা হয়। আল-কুদস আল-আরাবি ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন