ইরাকে ১২ মে পার্লামেন্ট নির্বাচনের দিনক্ষণ ঠিক করা হয়েছে। ভোটাররা ভোটের মাধ্যমে ৩২৯ পার্লামেন্ট সদস্য নির্বাচিত করবেন। নির্বাচিত এই পার্লামেন্ট সদস্যরা একটি সরকার গঠন করবেন এবং একজন প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট বেছে নিবেন। ইরাকে ২০০৩ সালে মার্কিন নেতৃত্বাধীন জোটের আগ্রাসনের পর এই নিয়ে দেশটিতে চতুর্থ দফা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আসন্ন নির্বাচনে প্রায় ২ কোটি ৪৫ লাখ নিবন্ধিত ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। দেশটির লোকসংখ্যা ৩ কোটি ৫০ লাখ। ১৮টি প্রদেশে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশব্যাপী ৮ হাজার ১৪৮টি ভোটকেন্দ্রে ভোটাররা ভোট দিতে পারবেন। ইলেক্ট্রোনিক পদ্ধতিতে ভোট গ্রহণ করা হবে। ইরাকী কর্তৃপক্ষ জানায়, প্রায় ১ কোটি ১০ লাখ বায়োমেট্রিক পরিচয়পত্র বিতরণ করা হয়েছে। এএফপি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন