শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

মনোনয়ন পেতে দুই দলের চার প্রত্যাশীর দৌড়ঝাঁপ

প্রকাশের সময় : ৬ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

মির্জাপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা
মির্জাপুরের ১নং মহেড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুই দলের চার প্রার্থী মনোনয়ন পেতে মরিয়া হয়ে উঠেছেন। দলীয় মনোনয়ন পেতে তারা নানা কৌশলে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। বিগত দিনে দলের কর্মকা- এবং কর্মী সমর্থক নিয়ে মহড়া দিয়ে হাইকমান্ডের নজর কারার চেষ্টা চালাচ্ছেন। মনোনয়ন পেতে প্রার্থীরা নির্বাচনের আগে যেন আরেক নির্বাচনী লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন। তবে তারা প্রত্যেকেই দলীয় মনোনয়ন পাওয়ার বিষয়ে আশাবাদী। তবে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ নির্বাচন করবেন না বলে জানিয়েছেন। জানা গেছে, মহেড়া ইউনিয়নে আওয়ামী লীগ ও বিএনপির অবস্থান সমানে সমান। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত বর্তমান চেয়ারম্যান বিভাস সরকার নূপুর ও বিএনপি সমর্থিত মো. আলী হোসেন খোকনের মধ্যে হাডাহাড্ডি লড়াই হয়। নির্বাচনে ২৯ ভোটের ব্যবধানে বিএনপি প্রার্থী পরাজিত হন। এ কারণে এই নির্বাচনে ইউনিয়নটিতে দলীয় প্রার্থী বাছাইয়ে দল দুটি শতর্কতা অবলম্বব করবে বলে জানা গেছে। ইতিমধ্যে আওয়ামী লীগের পক্ষ থেকে একক প্রার্থী বাছাইয়ে দলীয় ফরম বিক্রির পর গোপন জরিপের কাজও চালানো হচ্ছে। অন্যদিকে তৃণমূল নেতাদের নিয়ে বর্ধিতসভা ডেকে বিএনপি একক প্রার্থী চূড়ান্ত করবে বলে দলীয় সূত্রে জানা গেছে। মহেড়া ইউনিয়নের পাঁচবার নির্বাচিত বর্তমান চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য বিভাস সরকার নূপুর ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো.বাদশা মিয়া দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে মাঠে কাজ করে যাচ্ছেন। অপরদিকে মহেড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও গত নির্বাচনে সামান্য ভোটে পরাজিত মো. আলী হোসেন খোকন ও উপজেলা বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক হাজী মোয়াজ্জেম হোসেন খান ও বিএনপির মনোনয়ন পেতে নানাভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তারা প্রত্যেকেই নিজ নিজ দলের মনোনয়ন পাওয়ার বিষয়ে আশাবাদী। এ ব্যাপারে মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ বলেন গোপন জরিপের প্রার্থীদের সর্ম্পকে খোঁজ নেয়া হচ্ছে। অপরদিকে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ফরিদ জানিয়েছেন বর্ধিত সভা ডেকে একক প্রার্থী চূড়ান্ত করা হবে। নির্বাচন অফিস সূত্র জানান, ১৭.৮৬ বর্গ কিলোমিটার আয়তনের মহেড়া ইউনিয়নে ৯টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা রয়েছে ১৯৪১৫ জন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন