গৌরীপুর (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা
ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় ১০টি ইউনিয়নে গত ৩১ মার্চ অনুষ্ঠিত ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ৫৩ জন প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীর মাঝে ২৪ জনেরই জামানত বাজেয়াপ্ত হয়েছে। উপজেলা নির্বাচন অফিসার একেএম মূসা বলেন, মোট কাস্টিং ভোটের ৮ ভাগের কম ভোট পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে। এই উপজেলায় যাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে মইলাকান্দা ইউনিয়নে বিএপির চেয়ারম্যান প্রার্থী এম এ সাত্তার, স্বতন্ত্রপ্রার্থী আবুল কালাম আজাদ , অচিন্তপুরে স্বতন্ত্রপ্রার্থী শফিকুল ইসলাম, মো. আব্দুল হাই, দুলাল ফকির, রোকনুজ্জামান, সাইফুল ইসলাম, মাওহাতে বিএনপির এমদাদুল হক, স্বতন্ত্রপ্রার্থী আঙ্গুরা আক্তার, শামছুজ্জামান, খসরুজ্জামান খান, সহনাটিতে বিএনপির জিয়াউল আবেদীন, স্বতন্ত্রপ্রার্থী বুলবুল আহাম্মেদ, বোকাইনগরে স্বতন্ত্রপ্রার্থী কামাল হোসেন, শরিফুল ইসলাম, রামগোপালপুরে স্বতন্ত্রপ্রার্থী আমিনুল ইসলাম, ডৌহাখলায় জাকের পার্টির শমসের আলী, ভাংনামারীতে বিএনপির এম এ কাশেম, জাতীয় পার্টির মো. চাঁন মিয়া, স্বতন্ত্রপ্রার্থী মোজাম্মেল হক ও সিধলাতে বিএনপির মো. উছমান গনি, জাতীয় পার্টির আব্দুস ছালাম, স্বতন্ত্রপ্রার্থী সেকান্দর আলী, সেলিম আহাম্মেদ।
চেয়ারম্যান প্রার্থী পেলেন ১৩ ভোট
উপজেলা ১০টি ইউনিয়নে অনুষ্ঠিত নির্বাচনে চেয়ারম্যান পদে বোকাইনগর ইউনিয়নে প্রতিদ্বন্দ্বিতাকারী স্বতন্ত্রপ্রার্থী মো. কামাল হোসেন মাত্র ১৩ ভোট পেয়ে জামানত হারিয়েছেন। একই ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্রপ্রার্থী শরিফুল ইসলাম পেয়েছেন ৭৮ ভোট। এছাড়া ভাংনামারী ইউনিয়নে স্বতন্ত্রপ্রার্থী মোজাম্মেল হক ৬০ ভোট, জাতীয় পার্টির চাঁন মিয়া ১শ’ ২৯ ভোট, বিএনপির এম এ কাশেম ২শ’ ৬২ ভোট, সিধলা ইউনিয়নে স্বতন্ত্রপ্রার্থী সেকান্দর আলী ৫৭ ভোট, সেলিম আহাম্মেদ ১শ’ ৬৫ ভোট, জাতীয় পার্টির আব্দুস ছালাম ৫শ’ ৫৮ ভোট, অচিন্তপুরে স্বতন্ত্রপ্রার্থী রোকনুজ্জামান ৪৪ ভোট, দুলাল ফকির ৮৬ ভোট, মাওহাতে বিএনপির এমদাদুল হক ৪শ’ ৮৬ ভোট, সহনাটিতে স্বতন্ত্রপ্রার্থী বুলবুল আহাম্মেদ ১শ’ ৩৫ ভোট ও ২নং গৌরীপুরে বিএনপির প্রার্থী এম এ সাত্তার ৫শ’ ৫৮ ভোট পেয়ে জামানত হারিয়েছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন