শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

শাহরাস্তিতে নৌকা ও ধানের শীষের ভোটযুদ্ধ শুরু

প্রকাশের সময় : ৬ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

চাঁদপুর জেলা সংবাদদাতা

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ৬টি ইউনিয়নে নির্বাচন আগামী ৭ মে অনুষ্ঠিত হবে। তবে সীমানা জটিলতায় ১০টির মধ্যে ৪টি ইউপিতে নির্বাচন হচ্ছে না। এগুলো হচ্ছে টামটা উত্তর ও দক্ষিণ, মেহের উত্তর ও দক্ষিণ ইউনিয়ন। নির্বাচন হবে- সূচিপাড়া উত্তর, সূচিপাড়া দক্ষিণ, চিতোষী পূর্ব ও পশ্চিম এবং রায়শ্রী উত্তর ও দক্ষিণ ইউনিয়ন পরিষদ। নির্বাচন সামনে রেখে ইতিমধ্যে প্রার্থী বাছাই চূড়ান্ত করেছে প্রধান দুই দল। শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, ৬টি ইউনিয়নের প্রার্থী তালিকা দলের সভানেত্রী শেখ হাসিনা অনুমোদন করেছেন। যে কোনো সময় নেতৃবৃন্দ প্রার্থীদের নাম ঘোষণা করবেন। তবে বিশ্বস্ত সূত্রে পাওয়া এ পর্যন্ত নৌকা প্রতীকপ্রাপ্তরা হচ্ছেনÑ সূচিপাড়া উত্তরে মো. মোস্তফা কামাল মজুমদার, সূচিপাড়া দক্ষিণে চেয়ারম্যান মো. গোলাম মোস্তফা, চিতোষী পশ্চিমে মো. আনোয়ার হোসেন, চিতোষী পূর্বে আবু ইউসুফ পাটওয়ারী, রায়শ্রী দক্ষিণে ডা. আবদুর রাজ্জাক ও রায়শ্রী উত্তরে মো. মোশারফ হোসেন মুশু। এদিকে বিএনপির প্রার্থী তালিকা নিয়ে উপজেলা নেতৃবৃন্দ বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। স্থানীয়ভাবে সম্ভাব্য প্রার্থীদের নাম চূড়ান্ত করেছে দলটি। বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ জানান, কেন্দ্রীয়ভাবে মনোনয়নপত্র চূড়ান্ত হওয়ার পর প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। বিএনপি দলীয় সূত্রে যারা ধানের শীষ প্রতীক পাচ্ছেন তারা হলেনÑ সূচিপাড়া উত্তরে বর্তমান চেয়ারম্যান মো. হাবিবুর রহমান পাটওয়ারী, সূচিপাড়া দক্ষিণে মো. আলমগীর হোসেন, চিতোষী পশ্চিমে বর্তমান চেয়ারম্যান জোবায়ের কবির বাহাদুর, চিতোষী পূর্বে মো. আলী হোসেন, রায়শ্রী দক্ষিণে মো. হাবিবুর রহমান ও রায়শ্রী উত্তরে বর্তমান চেয়ারম্যান সেলিম পাটওয়ারী লিটন। ইউনিয়ন পরিষদে প্রার্থী চূড়ান্ত করতে উপজেলা আওয়ামী লীগ ইতিমধ্যে ১০টি ইউনিয়নে বর্ধিত সভা ডেকে তৃণমূলের মতামত গ্রহণ করেছে। কিন্তু বিএনপির দুটি ইউনিয়ন ছাড়া বাকি ইউনিয়নে সভা করতে দেখা যায়নি। দলীয়ভাবে আওয়ামী লীগ এককভাবে প্রার্থী চূড়ান্ত করলেও বিএনপির মধ্যে প্রার্থী ঘোষণা নিয়ে বিরোধ রয়েছে। উল্লেখ্য, সীমানা জটিলতায় টামটা উত্তর, টামটা দক্ষিণ, মেহের উত্তর ও মেহের দক্ষিণ ইউনিয়নের ইউপিতে নির্বাচন হচ্ছে না। ওই ইউনিয়নের বর্ধিত অংশ শাহরাস্তি পৌরসভায় অন্তর্ভুক্ত হয়েছে। পরবর্তী তফসিলে ৪টি ইউপির নির্বাচন অনুষ্ঠিত হবে বলে নির্বাচন কমিশন জানিয়েছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন