ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে মৃত ঘোষণার পর দাফনের সময় নড়ে ওঠা নবজাতক মীমকে বাঁচানো যায়নি।
রাজধানীর আগারগাঁওয়ের শিশু হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র-আইসিইউতে চিকিৎসাধীন শিশুটি মারা গেছে বলে নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
সোমবার সকালে নবজাতক মীমকে মৃত ঘোষণা করে ডেথ সার্টিফিকেট দেয় ঢামেক কর্তৃপক্ষ। এর পর স্বজনরা তাকে দাফন করতে আজিমপুর কবরস্থানে নিয়ে যান। সেখানে গোসল করানোর সময় শিশুটি হঠাৎ নড়ে ওঠে কান্না করে।
পরে তাকে কবরস্থান থেকে প্রথমে আজিমপুর মেটারনিটিতে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা শিশু হাসপাতালে পাঠানো হয়।
সোমবার হাসপাতালের পরিচালক প্রফেসর ডা. মো. আবদুল আজিজ সাংবাদিকদের বলেছিলেন, ‘শিশুটিকে বর্তমানে কার্ডিয়াক আইসিইউতে লাইফসাপোর্টে রাখা হয়েছে। তার অবস্থা যে খুব একটা ভালো তা বলা যাবে না। তবে তাকে যে অবস্থায় এখানে আনা হয়েছিল তার চেয়ে ভালো আছে।’
তিনি আরও বলেন, ‘তার হার্টবিট খুবই কম, শ্বাস-প্রশ্বাস নিতে পারছে না। সাত মাসে ভূমিষ্ঠ হওয়ায় তার ওজনও কম, মাত্র এক কেজি। শরীরে রক্তশূন্যতা আছে। নাভি দিয়ে রক্ত বের হয়েছে, এখানে নিয়ে আসার পর তা বন্ধ করা হয়েছে। একটু সুস্থ হলে লাইফসাপোর্ট খুলে দেয়ার বিষয়ে চিন্তাভাবনা করা হবে।’
কিন্তু নবজাতক মীমের বেঁচে থাকার এমন প্রত্যাশার মধ্যেই মঙ্গলবার সকালে তার মৃত্যুর খবর জানায় শিশু হাসপাতাল কর্তৃপক্ষ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন