শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

দোয়ারাবাজারে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা জাফর আলীর দাফন সম্পন্ন

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ ফেব্রুয়ারি, ২০২৩, ৪:৫৪ পিএম

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বাশতলা গ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত সেনা সদস্য বীর মুক্তিযোদ্ধা জাফর আলী (৭০) কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার বিকাল ৩টা ৪০ মিনিটে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। বীর মুক্তিযোদ্ধা জাফর আলী দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত নানান সমস্যায় ভোগছিলেন।

সোমবার (২৭ ফেব্রুয়ারী ) সকাল ১০টা ৩০ মিনিটে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বাশতলা হুসাইমিয়া ইসলামীয়া মাদ্রাসা মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে মুক্তিযোদ্ধা জাফর আলীকে সামাজিক কবরস্থানে সমাহিত করা হয়। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ, দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবদুলাল ধর,এএসআই নুর মোহাম্মদ বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস মিয়া,শামছুল ইসলাম,আক্তার আলী, আব্দুল খালেকসহ স্থানীয় মুক্তিযোদ্ধা, রাজনৈতিক, সাংবাদিক ও সামাজিক নেতৃবৃন্দ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন