শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ইনকিলাবের কক্সবাজার জেলা সংবাদদাতা প্রবীণ সাংবাদিক জাকের উল্লাহ চকোরীর দাফন সম্পন্ন

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ২২ ডিসেম্বর, ২০২২, ৫:৪০ পিএম

কক্সবাজারের চকরিয়া প্রেসক্লাবের উপদেষ্ঠা, চকরিয়া সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি দৈনিক ইনকিলাবের কক্সবাজার জেলা সংবাদদাতা প্রবীণ সাংবাদিক জাকের উল্লাহ চকোরীর দাফন সম্পন্ন হয়। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ রোগে ভুগছিলেন।

বুধবার (২১ ডিসেম্বর) সকালে তার শারিরীক অবস্থা অবনতি হলে তাকে চট্টগ্রামের জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল আড়াইটার দিকে তিনি শেষ নিম্বাস ত্যাগ করেন।

সাংবাদিক জাকের উল্লাহ চকোরী চকরিয়া পৌরসভার ২নং ওয়ার্ডের হালকাকারা মৌলভীরচর এলাকার বাসিন্দা মরহুম মাওলানা আবদুর রহমানের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে, দুই ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে যান। একইদিন রাত ৯.৩০ টায় হালকাকারা মৌলভীরচর বাইতুর রহমান জামে মসজিদ মাঠে মরহুমের নামাজে জানাযা শেষে
পার্শ্ববর্তী কবরস্থানে তাঁকে দাফন করা হয়। নামাজে জানাযায় ইমামতি করেন প্রিন্সপ্যাল মাওলানা কফিল উদ্দিন ফারুক।

প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবদুল মজিদের সঞ্চালনায়
জানাজার পূর্ব স্মৃতিচারণ মূলক সংক্ষিত বক্তব্য রাখেন চকরিয়া পৌর সভার মেয়র আলহাজ্ব আলমগীর চৌধুরী, চকরিয়া কলেজের সাবেক অধ্যক্ষ একেএম গিয়াস উদ্দীন, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি জিএম আশেক উল্লাহ, দৈনিক ইনকিলাব কক্সবাজারে ব্যুরো প্রধান শামসুল হক শারেক, অধ্যাপক বশির আহমদ, প্রেসক্লাবের সম্পাদক মিজবাউল হক, সাংবাদিক কল্যাণ সমিতির সিঃ সহসভাপতি আবুল কালাম আজাদ, ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রেজাউল করিম, মসজিদের খতিব মাওলানা আমানুল হক, মরহুমের বড় ছেলে শাকিলুর রহমান।

শোক জ্ঞাপন সহ জানাজার নামাজে উপস্থিত ছিলেন সাহারবিল আনোয়ারুল উলুম কামিল মাদ্রাসার সভাপতি আলহাজ্ব মাওলানা রুহুল কুদ্দুস আনোয়ারী, হারবাংয়ের সাবেক চেয়ারম্যান জহির উদ্দিন মোঃ বাবর, চকরিয়া প্রেসক্লাবের সভাপতি এম জাহেদ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, চকরিয়া মেডিকেল সেন্টারের এমডি হেদায়ত উল্লাহ, পৌর জামায়াতের আমির আরিফুল কবির, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সম্পাদক জাফর আলম, দৈনিক হিমছড়ি বার্তা সম্পাদক হুমায়ুন সিকদার, চকরিয়া সাংবাদিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এএম ওমর আলী, চকরিয়া প্রেসক্লাব, চকরিয়া সাংবাদিক কল্যাণ সমিতির সাংবাদিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
নামাজে জানাযার মাঠেই প্রবীণ সাংবাদিক মরহুম জাকের উল্লাহ চকোরীর নামে পৌর সভার একটি সড়কের নাম করণের প্রস্তাব করেন পৌর মেয়র আলমগীর চৌধুরী।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন