পুরান ঢাকার ঢাকেশ্বরী রোডের একটি বাসার পানির ট্যাঙ্কিতে পড়ে নুরুন্নাহার কাজল (৫৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, ভোর ৫ টার দিকে এ ঘটে। নুরুন্নাহার মৃত রুহুল আমীন শেখের স্ত্রী। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে।
নিহতের স্বজনেরা জানান, ঢাকেশ্বরী রোডের একটি বাসার তৃতীয় তলায় থাকেন নুরুন্নাহার। সকালে ট্যাঙ্কিতে পানি তোলার জন্য মোটর চালু করতে নিচে নামেন। এ সময় পানির ট্যাঙ্কির ঢাকনা সরিয়ে উঁকি দিয়ে দেখার সময় তিনি ট্যাঙ্কির ভেতরে পড়ে যান। এর কিছুক্ষণ পর পানির ট্যাঙ্কির ভেতর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন