মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

অটোরিকশা চালক আব্দুস সালাম এখন পথের ভিখারি

| প্রকাশের সময় : ২৫ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

আদমদীঘি (বগুড়া) উপজেলা সংবাদদাতা : বগুড়ার আদমদীঘি উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামের অটোরিকশা চালক আব্দুস সালাম সান্তাহার-রানীনগর সড়কে অটো-রিকশা চালাতেন। স্ত্রী সন্তানসহ ছয়জনের সুখের পরিবার ছিল তাঁর। কিন্তু হঠাৎ করে তার জীবনে নেমে আসে অন্ধকার। প্রায় ছয় মাস আগে অটো-রিকশা নিয়ে বাড়ি ফেরার পথে হঠাৎ তিনি হৃদযন্ত্রের অসুখে আক্রান্ত হন। এ সময় তার শরীরের এক পাশ অবশ হয়ে যায়। বন্ধ হয়ে যায় তার জীবনের সকল কর্মকাÐ। এখন তিনি আর কোনো কাজ করতে পারেন না। ছয়জনের সংসার চালাতে তাকে হিমশিম খেতে হচ্ছে। সাহায়্যের হাত বাড়িয়ে ঘুরে ফিরছেন মানুষের দুয়ারে দুয়ারে। কিন্তু কোন জায়গা থেকে কোনো প্রকার সাহায্যে পাচ্ছেন না আব্দুস সালাম। তিনি নিরুপায় হয়ে গত রোববার আসেন সান্তাহার প্রেসক্লাবে। সেখানে তিনি বর্ণনা করেন তার অসহায় জীবনের কথা। আব্দুস সালাম কান্নাজড়িত কণ্ঠে বলেন, কারো কাছে কোনোদিন হাত পাতিনি। এখনো হাত পাততে কষ্ট লাগে। কিন্তু যখন ছেলে-মেয়েদের উপোস অবস্থা দেখি, তখন কষ্টে বুক ফেটে যায়। ইচ্ছা না থাকা সত্তে¡ও ছুটে যায় মানুষের কাছে। প্রায় ছয় মাস ধরে ঘুরছি চেয়ারম্যান-মেম্বারসহ অনেকের কাছে। তিনি বলেন, আমার শ্রমিক সংগঠনের কাছে সাহায্যে চেয়েছিলাম, কিন্তু সেখান থেকে শুধু আমার নিজের জমানো পাঁচশ টাকা দেয়া হয়েছে। সান্তাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এরশাদুল হকের কাছে একটি হুইল চেয়ার চেয়েছিলাম কিন্তু পাইনি। আব্দুস সালাম বলেন, আমি একজন শ্রমিক, কিন্তু কোনো শ্রমিক সংগঠন আমার এই অসময়ে পাশে এসে দাঁড়ায়নি। তিনি আরো বলেন, বর্তমানে টাকার অভাবে তাঁর চিকিৎসা বন্ধ হয়ে গেছে। আব্দুস সালাম তাঁর সন্তানদের কষ্টের কথা ভেবে সমাজের বিত্তবানদের নিকট থেকে সাহায়্যের আবেদন করেছেন। আব্দুস সালামের সাথে যোগাযোগ ০১৭৯১৭৮১৫৭৭।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন