ভূমি দিবসের খবর সংগ্রহ করতে গিয়ে দখলদার ইসরাইলি বাহিনীর হাতে গুলিবিদ্ধ হয়েছিলেন ফিলিস্তিনি সাংবাদিক আবু হুসেইন। পোশাকে প্রেসকর্মীর পরিচয় থাকলেও রক্ষা মেলেনি তার। এমনকী উন্নত চিকিৎসার জন্য তাকে অন্যত্র নেয়ার অনুমতিও দেয়নি ইসরাইলি কর্তৃপক্ষ। ১২ দিন হাসপাতালে চিকিৎসাধীন ওই সাংবাদিক আবু হুসেইন গত বুধবার চলে গেছেন জীবনের ওপারে। মধ্যপ্রাচ্যবিষয়ক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটরের খবর থেকে তার মৃত্যুর খবর সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। ইসরাইলি হুমকি অগ্রাহ্য করে ভূমি দিবস উপলক্ষে টানা ছয় সপ্তাহের কর্মসূচির দ্বিতীয় পর্বে ১৩ এপ্রিল গাজা সীমান্তে জড়ো হয়েছিল হাজার হাজার ফিলিস্তিনি। মিডল ইস্ট মনিটর।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন