শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

আজ বাদ জুমা দোয়া কর্মসূচি বিএনপির

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

প্রায় আড়াইমাস ধরে কারাবন্দি দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি ও আরোগ্য কামনায় আজ শুক্রবার বাদ জুমা সারাদেশে দোয়া অনুষ্ঠিত হবে। একই দাবিতে কাল শনিবার জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে ঢাকাসহ দেশব্যাপী বিক্ষোভ মিছিল এবং রোববার জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ঢাকাসহ দেশব্যাপী বিক্ষোভ কর্মস‚চি অনুষ্ঠিত হবে। গত ৮ ফেব্রুয়ারি জিয়া এতিমখানা ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ঢাকার বিশেষ জজ আদালত পাঁচ বছরের সাজা দেন। সেদিন থেকেই পুরনো ঢাকার সাবেক কেন্দ্রীয় কারাগারে বন্দি তিনি। তার মুক্তির দাবিতে আইনী লড়াইয়ের পাশাপাশি বিক্ষোভ, মানববন্ধন, গণ অনশন, গণস্বাক্ষর সংগ্রহ, জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশের মত বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে বিএনপি। এরই ধারাবাহিকতায় বিভাগীয় শহরগুলোতেও সমাবেশ হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন