শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

আইনি সহায়তার মেসেজ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে -কুমিল্লা জেলা ও দায়রা জজ

কুমিল্লা থেকে সাদিক মামুন | প্রকাশের সময় : ২৯ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

কুমিল্লা জেলা ও দায়রা জজ জেসমিন আরা বেগম বলেছেন- সরকার অসহায় নারী পুরুষদের ন্যায়বিচার পাবার ক্ষেত্রে অধিক গুরুত্ব দিচ্ছে। দরিদ্র ও সাধারণ মানুষ যাতে আইনের শাসন থেকে, সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত না হয়, এজন্য সরকার সারাদেশে জজকোট ভবনে লিগ্যাল এইড অফিস স্থাপন করেছেন। এ অফিসের মাধ্যমে গরিব, অসহায় সাধারণ মানুষদের সরকার বিনাখরচে আইনগত সহায়তা দিয়ে যাচ্ছে। কুমিল্লায় লিগ্যাল এইড অফিস দরিদ্র ও সাধারণ মানুষকে ব্যাপকভাবে আইনগত সহায়তা প্রদান করে যাচ্ছে। সরকারের এই আইনগত সহায়তা কার্যক্রমের ম্যাসেজ বেশি বেশি করে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে।
জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে গতকাল শনিবার সকাল ১০টায় কুমিল্লা টাউনহল মিলনায়তনে আয়োজিত আলোচনাসভায় সভাপতির বক্তব্যে কুমিল্লা জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান জেসমিন আরা বেগম এসব কথা বলেন। আলোচনা পর্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবুল ফজল মীর, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আজিজ আহম্মেদ ভূইয়া, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২এর বিচারক জেবুন্নেসা বেগম, চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মো. হেমায়েত উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন, জেলা জিপি অ্যাডভোকেট জাফরুল হাসান, জেলা পিপি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান লিটন, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মো. ইসমাইল, আইনজীবী সমিতির সভাপতি আবুল হাসেম, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, জগন্নাথপুর ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ ও লিগ্যাল এইডের উপকারভোগী রহিমা বেগম। অনুষ্ঠানে দিবসের প্রতিপাদ্য বিষয়ের গুরুত্ব এবং সংস্থার বিগত বছরের কার্যক্রম তুলে ধরেন জেলা লিগ্যাল এইড অফিসের ভারপ্রাপ্ত অফিসার সহকারি জজ উজমা শুকরানা। এর আগে সকাল ৯টায় জজকোর্ট প্রাঙ্গণে বেলুন আর পায়রা উড়িয়ে দিবসটির শুভ সূচনা শেষে বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন