শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

বিশ্বনাথে শব-ই বরাতের তাৎপর্য শীর্ষক সেমিনার

বিশ্বনাথ (সিলেট) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া বিশ্বনাথ দক্ষিন উপজেলা শাখা কতৃক আয়োজিত পবিত্র শব-ই বরাত এর তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। গত শুক্রবার বিকেলে বিশ্বনাথ দারুল উলুম ইসলামিয়া কামিল (এমএ) মাদরাসার হল রুমে এ অনুষ্ঠান সম্পূর্ণ হয়েছে। তালামীযের সভাপতি মুহাম্মদ ইসলাম উদ্দিন লতিফির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম’র পরিচালনায় প্রধান অতিথির কক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র মহাসচিব ও কামাল বাজার ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা এ পক এম মনোওর আলী। প্রধান বক্তার বক্তব্য রাখেন তালামীযের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাফিজ কাওছার আহমদ। প্রধান আলোচকের বক্তব্য রাখেন বুরাইয়া কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম ফারুকী। বিশেষ বক্তার বক্তব্য রাখেন সিলেট পশ্চিম জেলা তালামীযের সাধারণ সম্পাদক শেখ আলী হায়দার, সাংগঠনিক সম্পাদক কবির আহমদ, বিশেষ অতিথি বক্তব্য রাখেন বিশ্বনাথ আল ইসলাহ সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী তালুদার ফয়জুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা আকমল হোসেন শাকুর, লকিয়িফা ক্বারী সোসাইটির সাধারণ সম্পাদক মাওলানা মনজুর আহমদ, বিশ্বনাথ কামিল মাদরাসার সহকারি অধ্যাপক মাওলানা আব্দুস সালাম, সিলেট প্রাইভেট ইউনিভারসিটির জুন এর সাধারণ সম্পাদক কামাল হোসাইন নাজিম, সহ-সাধারণ সম্পাদক আবু সাঈদ আব্দুল্লাহ। এসময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ আল ইসলাহ সাবেক সভাপতি মাওলানা আখতার আলী, সহ প্রচার সম্পাদক শেখ সাহিদুর রহমান, বিশ্বনাথ কামিল মাদরাসা তালামীযের সাধারণ সম্পাদক লাহিন আহমদ, সাংগঠনিক সম্পাদক বায়েজিদ আহমদ, তালাীযের সহ-সাধারণ সম্পাদক নাইম আহমদ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন