গত বৃহস্পতিবার সকাল এগারো টায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কাউন্সিল ভবনে টেকনোলোজি ট্রান্সফার অফিস (টিটিও), বুয়েট কর্তৃক আয়োজিত ‘ইন্টিলেকচুয়াল প্রপারটি (আইপি) ((Intellectual Property IP)’ শীর্ষক দিনব্যাপি জাতীয় সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে বক্তব্য প্রদান করেন বুয়েটের ভিসি অধ্যাপক ড. সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন এর উচ্চশিক্ষা মান উন্নয়ন প্রকল্প (HEQEP) এর উপ-প্রকল্প পরিচালক যুগ্ম সচিব সোহেল আহমেদ। রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন: HEQEP এর মেধা সম্পদ বিষয়ক আস্তর্জাতিক বিশেষজ্ঞ ড. অরবিন্দ চিনচুরে, ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং প্রোগ্রাম ইন অ্যাসিসটিভ টেকনোলজীস ইনোভেশন এর চেয়ারম্যান ড. রেজাউল বেগ, ইনষ্টিটিউট অব হেলথ্ এন্ড স্পোটর্স এর রিসার্চ ফেলো ড. হানাতস্ব নাগানো এবং অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের সিনিয়র প্রভাষক ড. আজহারুল করিম। সেমিনারে রির্সোস পারসনদের বক্তৃতা শেষে অনুষ্ঠিত উম্মুক্ত আলোচনার সঞ্চালনায় ছিলেন ডেফোডিল বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. এম. শামসুল আলম। আন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বুয়েটের বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধানগণ, ইনষ্টিটিউট এর পরিচালকবৃন্দ, প্রকৌশলী ও প্রযুক্তিবিদসহ বিভিন্ন বিভাগ ও ইনষ্টিটিউটের শিক্ষক এবং স্নাতকোত্তর ছাত্র-ছাত্রীবৃন্দ। সেমিনারে সভাপতিত্ব করেন ইনষ্টিটিউট অব এপ্রোপ্রিয়েট টেকনোলজী (আইএটি) এর ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ড. এ.বি.এম. তৌফিক হাসান। -বিজ্ঞপ্তি
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন