বুয়েটে বস্তু ও ধাতব কৌশল বিভাগ কর্তৃক ‘কোরোশন এন্ড কোরেশন প্রটেকশন অব রিইনফোরসিং স্টীল বারস ইন কনক্রিট’ শীর্ষক দিনব্যাপী সেমিনার গত মঙ্গলবার কাউন্সিল ভবনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ভিসি প্রফেসর ড. সাইফুল ইসলাম। এ ছাড়া ড. গৌরাঙ্গ চন্দ্র মোহন্ত এনডিসি, প্রকল্প পরিচালক, হেকেপ প্রজেক্ট ও অতিরিক্ত সচিব ফাইজ আহমেদ খান, ম্যানেজিং ডিরেক্টর, এইচকেজি স্টিল মিলস লিমিটেড বিশেষ অতিথি ছিলেন। সেমিনারে করোশন কি এবং দেশের বিল্ডিং, ব্রিজ ইত্যাদিতে তার প্রভাব নিয়ে আলোচনা করা হয়। প্রফেসর ড. মো. মনিরুজ্জামান ও প্রফেসর ড. মো. আমিনুল ইসলাম এ বিষয়ে দুটি লেকচার প্রদান করেন। ইউজিসির হেকেপ প্রজেক্টের আওতায় সেমিনার আয়োজন করা হয় এবং এইচ কে জি স্টীল মিলস লিমিটেড ¯পন্সর রুপে বস্তু ও ধাতব কৌশল বিভাগকে সহায়তা প্রদান করে। -বিজ্ঞপ্তি
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন