শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

কর্পোরেট

লেনদেনে বেক্সিমকোর একক আধিপত্য

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

সাপ্তাহিক ব্যবধানে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে রয়েছে বেক্সিমকো লিমিটেড। এরই অংশ হিসেবে এপ্রিল মাস জুড়েই ডিএসইতে কোম্পানির লেনদেনে একক আধিপত্য ছিল। আলোচ্য সপ্তাহে কোম্পানির দর বেড়েছে ৫.৭৯ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানির ৪ কোটি ৬৬ লাখ শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৪৫ কোটি ১৮ লাখ টাকা। ডিএসই সূত্রে জানা গেছে, লেনদেনের শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে গ্রামীণফোন লিমিটেড। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ২৩ লাখ ৩৩ হাজার শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১১১ কোটি ৪০ লাখ টাকা। আর তালিকার তৃতীয় স্থানে রয়েছে ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির ৫৬ লাখ ৩৬ হাজার শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১০৫ কোটি টাকা। টপটেন তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ব্রাক ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, কেয়া কসমেটিকস, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, উসমানিয়া গ্লাস শিট, আলিফ ইন্ডাস্ট্রিজ ও আমরা নেটওয়ার্কস লিমিটেড। -ওয়েবসাইট

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন