শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

কলারোয়ায় ৫ শিক্ষার্থীর উপবৃত্তি আত্মসাত চেষ্টার তথ্য ফাঁস

তিন সিম উদ্ধার ও অভিযুক্ত প্রভাষককে অব্যাহতি

| প্রকাশের সময় : ৩০ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

 কলারোয়া (সাতক্ষীরা) উপজেলা সংবাদদাতা : কলারোয়ার বোয়ালিয়া মুক্তিযোদ্ধা কলেজের ৫ শিক্ষার্থীর উপবৃত্তির টাকা আত্মসাত চেষ্টার তথ্য ফাঁস হয়ে পড়েছে। অভিযুক্ত প্রভাষক আলতাপ হোসেনের কাছ থেকে তিনটি মোবাইল সিম উদ্ধার করে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 

সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, বোয়ালিয়া মুক্তিযোদ্ধা কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের উপবৃত্তির তালিকা প্রস্তুতের জন্য বিএম শাখার প্রধান প্রভাষক আলতাপ হোসেনকে দায়িত্ব দেয়া হয়। এই সুযোগে উপবৃত্তির টাকা আত্মসাতের জন্য প্রভাষক আলতাপ হোসেন গোপনে তার নিজের ও পরিবারের নামে নিবন্ধনকৃত ০১৭১৯৫৬৪৮৭১ নাম্বার সিম দিয়ে শিক্ষার্থী সিরাজুল পিতা ইসমাইল সরদারের নামে, ০১৭৩৭২৬৫৩৮১ নাম্বার সিম দিয়ে মৌসুমি খাতুন পিতা আবুল খায়েরের নামে, ০১৭০৫৭৪১৩৪৬ নাম্বার সিম দিয়ে শিক্ষার্থী রুমি পিতা আজাহারুলের নামে, ০১৭৮২২৫০৮৭৯ নাম্বার সিম দিয়ে শিক্ষার্থী হাসিবুল পিতা মজিদ এবং ০১৯৮২৪৩৪৩২৮ নাম্বার সিম দিয়ে একাদশ শ্রেণীর ছাত্রী চম্পা পিতা রতন ফকিরের নামে রকেট একাউণ্ট খোলে। কিন্তু এই শিক্ষার্থীদের ছবি সংগ্রহ করতে গেলে বিষয়টি ফাঁস হয়ে পড়ে। এব্যাপারে অভিযুক্ত প্রভাষক আলতাপ হোসেন তার কাছ থেকে তিনটি সিম উদ্ধারের কথা স্বীকার করেন। কলেজের অধ্যক্ষ ফারুক হোসেন জানান, পরিচালনা পরিষদের সভায় প্রভাষক আলতাপ হোসেনকে বিএম শাখা প্রধানের দায়িত্ব থেকে অব্যাহতি এবং তার কাছ থেকে রকেট একাউণ্ট খোলা তিনটি সিম উদ্ধার করে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের দেয়া হয়েছে। কলেজের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান ভুট্টোলাল গাইন এবং কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ ঘটনার সত্যতা স্বীকার করেন।

 

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন