শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

মঠবাড়িয়ায় হরিণের চামড়াসহ আটক ১

প্রকাশের সময় : ৭ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

মঠবাড়িয়া (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা
মঠবাড়িয়ায় হরিণের চামড়াসহ জুয়েল মোল্লা (৩২) নামের একজনকে আটক করেছে র‌্যাব। জুয়েল বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের সাহেরাবাদ গ্রামের মোঃ আনছার উদ্দিন হাওলাদারের ছেলে। র‌্যাব-৮ বরিশাল সূত্রে জানা গেছে, বরিশাল র‌্যাবের সিপিএসসি এর একটি বিশেষ টহল দল গত মঙ্গলবার সন্ধায় মঠবাড়িয়া এলাকায় টহল ডিউটি করাকালীন গোপনে সংবাদ পেয়ে উপজেলার তুষখালী ইউনিয়নের বান্দাকাটা বাজারের কাছে বাদল চন্দ্র রায়ের বাড়ির সম্মুখ পাকা সড়কে অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পাচারকারী জুয়েল মোল্লা পালানোর চেষ্টা করে। এসময় র‌্যাব সদস্যরা তাকে ধাওয়া করে আটক করে। পরে তাকে তল্লাশী চালিয়ে একটি কাপড়ের ব্যাগের মধ্যে রক্ষিত চারটি হরিণের চামড়া উদ্ধার করে র‌্যাব। র‌্যাব-৮ এর ডিএডি হাবিবুর রহমান জানান, উদ্ধারকৃত হরিণের চামড়াগুলো প্রায় বিলুপ্ত প্রজাতির হরিণের। গ্রেফতারকৃত জুয়েল মোল্লা ম্যানগ্রোভ সুন্দরবন থেকে হরিণের চামড়া অধিক মূল্যে দেশের বাহিরে পাচার করে আসছিল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন