ঝিনাইদহ জেলা সংবাদদাতা
মাইকেল মধুসূদন দত্তের স্মৃতি বিজড়িত কোটচাঁদপুরে কপোতাক্ষ নদের জায়গা দখল করে পাকা ভবন নির্মাণের কাজ শুরু করেছেন মহব্বত হোসেন নামে এক ব্যবসায়ী। তিনি বেআইনিভাবে ঝিনাইদহের কোটচাঁদপুর শহরের ব্রিজঘাট নামক স্থানে কপোতাক্ষ নদের মধ্যেই এই পাকা ভবন নির্মাণ করেছেন। অথচ কোটচাঁদপুর পুলিশ ও উপজেলা প্রশাসন বিষয়টি দেখেও না দেখার ভান করছেন। স্থানীয় ব্যবসায়ীরা বলছেন অবৈধভাবে দখল করে কপোতাক্ষ নদ শেষ করে ফেলা হচ্ছে। দখলবাজরা প্রশাসনের নাকের ডগায় একের পর এক নদী দখল করে মার্কেট বা বাড়ি তৈরি করলেও প্রশাসনের কোনো পদক্ষেপ নেই। মাইকেল মধুসূধন দত্তের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক সনেট কবিতার কপোতাক্ষ নদটি ঝিনাইদহের মহেশপুর হয়ে কোটচাঁদপুর শহর অতিক্রম করে যশোরের চৌগাছা হয়ে কেশবপুরে চলে গেছে। বিভিন্ন সময় এই নদের জায়গা দখল করে চাষাবাদ, পুকুর খনন ও পাঁকা ভবন নির্মাণ করে দখল অব্যাহত রেখেছে। সরেজমিন দেখা গেছে, কোটচাঁদপুর শহর সংলগ্ন মহেশপুর উপজেলার সীমানায় ব্রিজঘাট নামক স্থানে কপোতাক্ষ নদের জায়গা দখল করে পাকা ভবন নির্মাণ করা হচ্ছে। স্থানীয় বাসিন্দা শিমুল হোসেন জানান, কালীগঞ্জ উপজেলার বলিদাপাড়া গ্রামের বাসিন্দা মহব্বত হোসেন নামে এক ব্যক্তি নদের মধ্যে ভবন নির্মাণ করছেন। ব্রিজঘাট নামক স্থানের সেতুর নিচে প্রায় ৬ শতক জমি দখল করে এই ভবন নির্মাণ করা হচ্ছে। এতে বর্ষা মৌসুমে কপোতাক্ষ নদের পানি প্রবাহ বাধাগ্রস্ত হবে। তিনি আরো জানান, এভাবে দখল করে নদের নাব্যতা শেষ করা হচ্ছে। এ ব্যাপারে মহব্বত হোসেন জানান, তিনি ওই স্থানের ৮ শতক জমি কিনেছেন। সেখানে কিছু জায়গা ছেড়ে দিয়ে তিনি ঘর করছেন। কার কাছ থেকে ক্রয় করেছেন জানতে চাইলে তিনি এড়িয়ে যান। তিনি আরো বলেন, একাধিকবার জায়গাটি মাপের পর তিনি এই ঘর নির্মাণ করছেন। বিষয়টি নিয়ে মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশাফুর রহমান জানান, বিষয়টি তাদের জানা নেই। তবে তিনি নিজে সরেজমিন গিয়ে দেখে ব্যবস্থা নেবেন। বিষয়টি নিয়ে ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল লতিফ জানান, তিনি খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণের জন্য শাখা (এসও) কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। এদিকে এই দখলের প্রতিবাদে কপোতাক্ষ বাঁচাও আন্দোলনের কর্মীরা সম্প্রতি মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। এ সময় তারা অবিলম্বে ভবন নির্মাণ বন্ধ ও দখলকারীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এছাড়া ঝিনাইদহ পরিবেশ আন্দোলনের কর্মীরা ঝিনাইদহ জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদারের কাছে স্মারক লিপি দিয়েছেন। তারা কপোতাক্ষ নদের মধ্য থেকে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি করেছেন। ঝিনাইদহ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সভাপতি সংবাদিক আমিনুর রহমান টুকু ও সাবেক উপধাক্ষ্য এম এন শাহজালাল জানান, কপোতাক্ষ নদের জমি ছেড়ে না দিলে তারা আইনগত ব্যবস্থা নিবেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন