শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

বিদ্যুৎস্পৃষ্টে ৩ যুবকের মৃত্যু

প্রকাশের সময় : ৭ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

শেরপুর জেলা সংবাদদাতা
শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার নন্নী ইউনিয়নের আমলাতলি গ্রামে বিদ্যুতের তারে জড়িয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। এরা হলো আমলাতলি গ্রামের নূরল ইসলামের ছেলে আনিছুর রহমান (২৩) এবং একই গ্রামের রহিম উদ্দিনের ছেলে শফিকুল ইসলাম (২৫)। জানা গেছে, গত মঙ্গলবার বিকেলে ধান ক্ষেতের ওপর বিদ্যুতের খুঁটি থেকে একটি তার ছিঁড়ে পড়ে যায়। এ সময় ওই পথ দিয়ে যুবকদ্বয় যাওয়ার সময় বিদ্যুতের তারের সাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এ সময় লোকজন এসে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করালে ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন। নালিতাবাড়ি থানার এসআই নজরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন। এদিকে রাতে জেলার নকলার জালালপুর বাজারে মান্নান মিয়ার মুড়ির দোকানে বিদ্যুতের খোলা তারে জড়িয়ে ফরহাদ আলীর ছেলে নায়েব আলীর মৃত্যু হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন