শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

গণধোলাই দিয়ে ২ মোটরসাইকেল চোরকে পুলিশে সোপর্দ

প্রকাশের সময় : ৭ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

কোটালীপাড়া (গোপালগঞ্জ) উপজেলা সংবাদদাতা
গোপালগঞ্জের কোটালীপাড়ায় দুই মোটরসাইকেল চোরকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। গতকাল বুধবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা ১১টার দিকে শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ ছাত্র সংসদের ভিপি তানভীরুল ইসলাম (বাঁধন)-এর মোটরসাইকেলটি উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের নিচে রেখে উপরে যায়। এর ফাঁকে চোরেরা মোটরসাইকেলটি নিয়ে দ্রুত পালাতে গেলে সিøপ করে পড়ে যায়। এ সময় স্থানীয় জনতা তাদের হাতে নাতে ধরে গণধোলাই দিয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ তাদের উদ্ধার করে কোটালীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের নাম পরিচয় পাওয়া গেছে। এদের মধ্যে ইকবাল শেখ (৩৫) এর বাড়ী সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় সে কংশুর গ্রামের আব্দুর রহমান শেখের ছেলে, অপরজন লিটন সিকদার (৪২) গোপালগঞ্জ সদর উপজেলার কোনা গ্রামের মোতাহার সিকদারের ছেলে। কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ জানান খবর পেয়ে উপজেলা থেকে দুইজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। এর আগে এ উপজেলা পরিষদ থেকে পরপর ৪টি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন