ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা
ব্রাহ্মণবাড়িয়ায় কুমিল্লা-সিলেট মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে বিপ্লব (৪০) নামে এক ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে পাইপগান, দুই রাউন্ড গুলি ও রামদা উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে সদর উপজেলার রামরাইল এলাকায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত সেতুর দক্ষিণ পাশের বালুর মাঠ থেকে গ্রেফতার করা হয়। বিপ্লব ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ভাদুঘর গ্রামের আবু তালেব মিয়ার ছেলে। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মঈনুর রহমান জানান, সড়ক ডাকাতির উদ্দেশ্যে অস্ত্র ও গুলি নিয়ে ওই মাঠে অবস্থান করছিলেন বিপ্লব। পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে সদর থানায় সাতটি মামলা রয়েছে। এ ঘটনায় আরো একটি মামলা দিয়ে গতকাল বুধবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন