শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

সান্তাহারে আইপিএল জুয়ায় সর্বস্বান্ত হচ্ছে মানুষ

| প্রকাশের সময় : ৭ মে, ২০১৮, ১২:০০ এএম

আদমদীঘি (বগুড়া) উপজেলা সংবাদদাতা : বগুড়ার সান্তাহারে আইপিএল ক্রিকেট খেলাকে সামনে রেখে জুয়ায় বাজি ধরতে ঝুকে পড়েছেন তরুন, তরুনি, কিশোর, যুবকসহ স্কুল কলেজ পরোওয়া ছাত্র –ছাত্রীরা। ক্রিকেট খেলার আরালে এই জুয়ায় বাজী ধরে সর্বশান্ত হচ্ছে সর্বশ্রেণী পেশার মানুষ। জুয়ায় হেরে কেউ পথে বসেছে আবার কেউ ধার দেনা করে বাজিতে হেরে ধার দেরা ষোধ করতে না পেরে এলাকা এমকি বাড়ি ছেড়ে পালিয়ে বেরাচ্ছেন। তবুও থামছে না এই জুয়া। স্থানীয় প্রশাসন এ বিষয়ে নিরব থাকায় দিনদিন জুয়া (বাজি ধরা) সদস্যদের সংখ্যা বারছে বলে ধারনা করা হচ্ছে। প্রতি বছরের মতো এবারও ভারতে আইপিএল (ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ)টি-২০ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। এই খেলাকে সামনে রেখে স্থানীয় তরুন,তরুনি, কিশোর,যুবকসহ স্কুল কলেজ পরোওয়া ছাত্র ছাত্রীসহ সর্বশ্রেনী পেশার মানূষ বাজী ধরে সর্বশান্ত হচ্ছে এবং অনেকে এলাকা,বাড়ি ঘর পরিবাবার ছেড়ে পালিয়ে বেরাচ্ছে। সান্তাহার শহরসহ আশপাশের বিভিন্ন এলাকায় ও এ ক্রিকেট জুয়া ছড়িয়ে পরেছে। কিশোর,যুবক,তরুন, ছাত্রদের পাশাপাশি ব্যাবসায়ী এমনকি সাধারন খেটে খাওয়া মানুষও এ জুয়ায় আসক্ত হয়ে সর্বশান্ত হচ্ছে। কেউ কেউ বাড়ি ছাড়া হচ্ছে পাওনাদারের ভয়ে। গত বছর আইপিএলে জুয়ায় বাজি ধরে টাকা হেরে সান্তাহার চা-বাগান এলাকার শামিনুর রহমান রয়েল নামের অনার্স পড়–য়া এক ছাত্র বাড়ী ছাড়া হয়েছে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন