শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

ল²ীপুরে কালবৈশাখী ঝড়ে শতাধিক ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষতি

| প্রকাশের সময় : ৭ মে, ২০১৮, ১২:০০ এএম

ল²ীপুর সংবাদদাতা : ল²ীপুরের রায়পুর উপজেলার উপকূলীয় এলাকা দক্ষিন চরবংশী ইউনিয়নের ওপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঘূর্ণিঝড়ে গাছপালা উপড়ে শতাধিক ঘরবাড়ি ভেঙে ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ে তান্ডবে লন্ডভন্ড হয়ে গেছে চরের চরকাছিয়া হাজিমারা আশ্রয়কেন্দ্র প্রাথমিক বিদ্যালয়। এসময় ঘরচাপা পড়ে ৫ জন আহত হয়েছে। তাদের উদ্ধার করে রায়পুর সরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। শনিবার গভীর রাতে দুই দফায় বয়ে যাওয়া কালবৈশাখী ঘূর্ণিঝড়ের আঘাতে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে এখন পর্যন্ত পল্লী বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।
স্থানীয়রা জানায়, শনিবার ভোর রাত সাড়ে চারটার দিকে শুরু হয়ে ২৫ থেকে ৩০ মিনিট চলে কালবৈশাখী ঘূর্ণিঝড়ের তান্ডব। এতে উপজেলার দক্ষিন চরবাংশী ইউনিয়নের হাজীমারা, বেড়ির দু’পাশ ও টুনুরচর সহ প্রায় ৭ থেকে ৮ টি গ্রামে শতাধিক ঘর বিধ্বস্ত হওয়ার পাশাপাশি গাছপালা ও উঠতি রবি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এসময় উড়িয়ে নিয়ে গেছে চরকাছিয়া হাজিমারা আশ্রয়কেন্দ্র প্রাথমিক বিদ্যালয়টি। অনেকই এখন খোলা আকাশের নিচে বসবাস করছে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন